ক্রেইগ অভিনীত শেষ বন্ড চলচ্চিত্রের রাজকীয় প্রিমিয়ার
লন্ডনের ভেজা-স্যাঁতসেঁতে আবহাওয়া জেমস বন্ড সিনেমার প্রিমিয়ারের আবেদন কমাতে পারেনি। গতকাল লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে 'বন্ড', অর্থাৎ ড্যানিয়েল ক্রেইগ হাজির হয়েছিলেন নজরকাড়া গোলাপীরঙা ভেলভেট ডিনার জ্যাকেটে। অন্যান্য কলাকুশলীদের মধ্যে রামি মালেক, লাশানা লিঞ্চ এবং লিয়া সেঁডু তো ছিলেনই। সিনেমাটির সঙ্গে জড়িতদের প্রত্যাশা, ক্রেইগ অভিনীত শেষ বন্ড চলচ্চিত্রের মাধ্যমে আবারও মহামারির আগের সময়কার দর্শক-উন্মাদনা ফিরিয়ে আনা সম্ভব।
২৫তম বন্ড চলচ্চিত্র, 'নো টাইম টু ডাই' মুক্তি দেওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিলে। কিন্তু বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে থিয়েটারগুলো বন্ধ থাকায় এবং কোভিডজনিত বিধিনিষেধের কারণে ছবিটি মুক্তির তারিখ তিন বার পিছিয়ে যায়।
২০০৬ সালে 'ক্যাসিনো রয়্যাল' দিয়ে ব্রিটিশ সিক্রেট এজেন্ট 'জেমস বন্ড' হিসেবে যাত্রা শুরু করেন খ্যাতনামা অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। ইউনিভার্সাল পিকচারস এবং হলিউডের বিগ ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি, এমজিএম ফিল্ম এর হাত ধরে ১৫ বছরের সুদীর্ঘ যাত্রার ইতি টানলেন ক্রেইগ। তাই স্বভাবতই, 'নো টাইম টু ডাই' নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
সংবাদ সংস্থা রয়টার্সকে ক্রেইগ জানিয়েছেন নিজের অনুভূতির কথা, "আজকের দিনটা খুবই স্বস্তিদায়ক। সিনেমার সকল কলাকুশলীদের সাথে এই দিনটা উদযাপন করা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। এক বছর আগেও আমি ভাবতে পারিনি যে এমনটা হবে।"
জিরো জিরো সেভেনের ভূমিকায় অভিনয়ের কোন বিষয়টি সবচেয়ে মিস করবেন, জানতে চাওয়া হলে ক্রেইগ উত্তর দেন, "মানুষ।"
২০০ মিলিয়ন ডলার বাজেটের চলচ্চিত্র, 'নো টাইম টু ডাই' এ দেখা যাবে, বন্ড জ্যামাইকা থেকে অবসর ভেঙে চলে এসেছেন, নতুন এক ভিলেনকে খুঁজে বের করতে। আর এই দুশ্চরিত্র ও শয়তান ভিলেনের ভূমিকায় রয়েছেন অস্কারজয়ী অভিনেতা রামি মালেক।
সিনেমার পরিচালক ক্যারি ফুকুনাগার মতে, "সবচাইতে কঠিন ব্যাপার ছিল একটা ভালো চিত্রনাট্য তৈরি করা। আমি এই ছবিটিকে একটা বইয়ের শেষ চ্যাপ্টার হিসেবে দেখি, যে বইটা শুরু হয়েছিল ক্রেইগের 'ক্যাসিনো রয়্যালে'র গল্প দিয়ে; এবং এই সবকিছু একই গল্পের অন্তর্গত"।
ছবিতে নতুন জিরো জিরো এজেন্ট 'নোমি' হিসেবে পর্দায় দেখা যাবে লাশানা লিঞ্চকে। লিঞ্চ বলেন, "আমি খুশি যে অবশেষে আমরা ছবিটা শেষ করেছি এবং এখানে চমৎকারভাবে তা উদযাপন করছি।"
অ্যালবার্ট হলে বন্ড ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রিন্স চার্লস, তার ছেলে উইলিয়াম এবং তাদের স্ত্রীরা। মহামারিকালে ফ্রন্টলাইনে কাজ করায়, ধন্যবাদ জ্ঞাপন করতে স্বাস্থ্যকর্মী ও সশস্ত্র বাহিনীর সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
সাবেক বন্ড অভিনেত্রী জুডি ডেঞ্চ এবং গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়িকা, বিলি আইলিশও ছিলেন প্রিমিয়ারে। বিলি আইলিশ সিনেমার থিম সংটি গেয়েছেন।
চলতি সপ্তাহেই সিনেমা হলে মুক্তির অপেক্ষায় থাকা 'নো টাইম টু ডাই'কে মনে করা হচ্ছে এই মৌসুমের সবচাইতে প্রত্যাশিত চলচ্চিত্র।
'স্পেকট্রা'তে ম্যাডেলিন সোয়ানে'র ভূমিকায় অভিনয় করা, লিয়া সেঁডু বলেন, 'আমি জানি, গোটা দুনিয়া এই ছবিটির জন্য অপেক্ষা করছে। আমরা এর পেছনে সর্বোচ্চ পরিশ্রম দিয়েছি... এবং আমি আশা করছি, মানুষ ছবিটি পছন্দ করবে।"
২০১৫ সালের 'স্পেকট্রা' এবং ২০১২ সালের বন্ড চলচ্চিত্র 'স্কাইফল' এর বৈশ্বিক আয় ছিল যথাক্রমে ৮৮০ মিলিয়ন ডলার এবং ১ বিলিয়ন ডলারেরও বেশি। তাই 'নো টাইম টু ডাই' নিয়েও সবার প্রত্যাশার পারদ অনেক উঁচুতে।
প্রযোজক বারবারা ব্রকোলি বলেন, "এখন যেহেতু সিনেমা হলগুলো খুলে দিয়েছে, আমরা অবশ্যই ইন্ডাস্ট্রিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবো। আমরা এই ছবিটি চলচ্চিত্রের খাতিরেই বানিয়েছি এবং আমরা চাই, মানুষ এটা উপভোগ করুক।"
- সূত্র: রয়টার্স