চলে গেলেন সন্তু মুখোপাধ্যায়
ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা সন্তু মুখোপাধ্যায় মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও অজপা মুখোপাধ্যায়ের বাবা।
দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ৬৯ বছর বয়সী সন্তু মুখোপাধ্যায়। হাই সুগার এবং উচ্চ রক্তচাপ সমস্যা নিয়ে ৪ ফেব্রুয়ারি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তবে ওই মাসের শেষদিকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে ফিরে আসেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। খবর এনডিটিভির।
ফেব্রুয়ারিতে টালিউডকে শোকে ভাসিয়ে চিরবিদায় নিয়েছেন অভিনেতা তাপস পাল। সেই শোককে আরও গাঢ় করে, পরের মাসেই চলে গেলেন সন্তু মুখোপাধ্যায়ও। তাপসের মতো তারও চলচ্চিত্রে অভিনয় শুরু তরুণ মজুমদারের হাত ধরে। ওই পরিচালকের 'সংসার সীমান্তে' সন্তু অভিনীত প্রথম চলচ্চিত্র। এরপর তপন সিংহের 'রাজা'য় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। 'শেষ রক্ষা', 'প্রতীমা', 'গণদেবতা', 'দেবদাস', 'বনবাসর', 'শেষ বিচার', 'খেলাঘর', কালবেলা'সহ প্রায় শ-খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সন্তু মুখোপাধ্যায় অভিনীত সর্বশেষ চলচ্চিত্র 'সাঁঝবাতি'। গত বছর মুক্তি পাওয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল মুখোপাধ্যায়।
তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন টালিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজক ও কলাকুশলী। টুইট বার্তায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, 'আজ আমরা যা হারিয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়! অসাধারণ অভিনেতা ও মানুষ সন্তু মুখোপাধ্যায়, আপনি সিনেমায় চিরবিশ্রাম নিন!'