চুপিসারে মুম্বাই এসে ৮ কোটি টাকায় দুটি বাড়ি বেচে দিলেন প্রিয়াঙ্কা!
ভারতের মুম্বাইয়ে বাড়ি বিক্রি করলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভর্সোভা এলাকার বাড়ি দুটি ৭ কোটি রুপিতে (প্রায় ৮ কোটি টাকা) বিক্রি করেছেন দেশি গার্ল!
তবে এই প্রথম মুম্বাইয়ে বাড়ি বিক্রি করলেন না তিনি। গত বছর ফেব্রুয়ারিতে লোখান্ডওয়ালা এলাকার নিজের একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন ২ কোটি রুপিতে।
খবর বলছে, মুম্বাইয়ে দুটি বাড়ি বিক্রি করলেও একটি বিলাসবহুল অফিস ভাড়া নিয়েছেন প্রিয়াঙ্কা। সেটির মাসিক ভাড়া ২ লক্ষ ১১ হাজার রুপি।
গোপনে মুম্বাই এসে বাড়ি বিক্রির সমস্ত কাজ সেরেছেন প্রিয়াঙ্কা, তেমনটাই জানা যাচ্ছে। অফিস লিজে নেওয়ার রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে ৩ জুন।
পশ্চিম অন্ধেরিতে ওশিওয়ারার ভাস্তু প্রইসিঙ্কটের সেকেন্ড ফ্লোরে প্রায় ২০৪০ স্কয়ার ফুটের অফিস ভাড়া নিয়েছেন তিনি।
'দ্য ম্যাট্রিক্স ৪', 'টেক্সট ফর ইউ'র পাশাপাশি স্বামী নিক জোনাসের সঙ্গে নতুন একটি গানের প্রজেক্টে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। রুশো ব্রদার্সের সঙ্গে স্পাই থ্রিলার 'সিটাডেলে'র শুটিং নিয়ে সম্প্রতি ব্যস্ত দেশি গার্ল। এই সিরিজে প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে রিচার্ড ম্যাডেনকে।
হলিউডের পাশাপাশি বলিউডের ক্রিজেও নিজের পা জমিয়ে রেখেছেন এই নায়িকা।