জয়ার সঙ্গে অভিনয়ের কথা অস্বীকার করলেন নওয়াজউদ্দিন
সম্প্রতি ষাটের দশকে ভারতের নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপটে ওয়েব সিরিজটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। সেখানে কমিউনিস্ট নেতা চারু মজুমদারের চরিত্রে বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি ও তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে জয়া আহসানের অভিনয়ের খবর দিয়েছিলেন পরিচালক।
কিন্তু খোদ নওয়াজ সরাসরি জানালেন, ওয়েব সিরিজটিতে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন। পুরো খবরটাই গুজব।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, 'আমি কোনো ওয়েব সিরিজ করছি না। আপাতত এটা থেকে এখন দূরে আছি। তাই ওই বিষয়টি (জয়ার সঙ্গে ওয়েব সিরিজ) পুরোটাই গুজব। আমি এমন কোনো প্রজেক্টে সাইনও করিনি। আপাতত ততদিন আর ওয়েব সিরিজ করব না, যতদিন নিজে রোমাঞ্চিত না হই।'
এর আগে আনন্দবাজারসহ জনপ্রিয় ভারতীয় নিউজ পোর্টালগুলো প্রথম নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে জয়া আহসানের বলিউড অভিষেকের খবর প্রচার করে।
এদিকে ওটিটি প্ল্যাটফর্মের ওপর ভীষণ ক্ষুব্ধ বলিউডের এই অভিনয়শিল্পী। তার মতে, ওটিটি গুণগত মান ধরে রাখছে না। কিছু ব্যবসায়ী এটাকে শুধু 'ধান্দা' হিসেবে এখন ব্যবহার করছেন।
এদিকে, নওয়াজের এমন মন্তব্যে এখনও কোনো উত্তর দেয়নি নকশাল আন্দোলন নিয়ে নির্মিতব্য ওয়েব সিরিজ সংশ্লিষ্ট কেউই। তৎকালীন বিতর্কিত পুলিশ কর্তা রুনু গুহ নিয়োগীর লেখা 'সাদা আমি কালো আমি' অবলম্বনে তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।
এর আগে সায়ন্তনের পরিচালনায় কবি জীবনানন্দ দাশের জীবন নিয়ে নির্মিত 'ঝরা পালক' চলচ্চিত্রে কবির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে।