ড্রামার পিট বেস্টের বহিষ্কার ঘিরে 'বিটলস' ম্যানেজারের লেখা চিঠি নিলামে
কিংবদন্তি ব্রিটিশ ব্যান্ড 'বিটলসে'র অরিজিনাল ড্রামার পিট বেস্টকে বহিষ্কার ঘিরে ব্যান্ডটির ম্যানেজার ব্রায়ান এপস্টেইনের লেখা চিঠি নিয়ে কয়েক দশক পর আবারও আলোচনায়।
১৯৬০ সালে জন লেনন, পল ম্যাককার্টনি ও জর্জ হ্যারিসনের সঙ্গে ব্যান্ডটিতে যোগ দেন পিট বেস্ট। তারা তখনো লিভারপুলের চার অখ্যাত বালক। আন্তর্জাতিক খ্যাতি তখনো অধরা।
১৯৬২ সালে ব্যান্ডটিতে ম্যানেজার হিসেবে যোগ দেন এপস্টেইন। কিন্তু এর মাস কয়েক পর তৎকালীন প্রতিশ্রুতিশীল ওই ব্যান্ডের ড্রামার বেস্ট বাদ পড়েন। তার জায়গায় দলে ডাক পান রিঙ্গো স্টার। তারপর তো ইতিহাস!
বেস্টকে শুভকামনা জানানো ওই চিঠিতে এপস্টেইন স্বাক্ষর করেন ১৯৬২ সালের ৮ সেপ্টেম্বর। বিটলস থেকে বের হয়ে শুরুতে গান-বাজনা করলেও ওই ড্রামার অবশ্য এক সময় মিউজিক ইন্ডাস্ট্রিই ছেড়ে দেন।
নিলামে চিঠিটির দাম ১ হাজার পাউন্ড বা প্রায় ১০ লাখ ১০ হাজার টাকা ওঠার প্রত্যাশা করছে যুক্তরাজ্যের নিলামঘর ওমেগা অকশনস। তবে এটি আরও বেশি দামে বিক্রির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নিলামঘরটির নিলাম ব্যবস্থাপক ড্যান হ্যাম্পসন।
এই চিঠিসহ বিটলসের আরও দুই শতাধিক জিনিসপত্র নিয়ে ওমেগা অকশন আয়োজিত নিলাম বসবে ২৮ অক্টোবর। পুরো সংগ্রহের দাম ৬০ থেকে ৮০ হাজার পাউন্ড ওঠার প্রত্যাশা নিলামঘরটির।
- সূত্র: সিএনএন