নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট
আমেরিকান গায়িকা টেইলর সুইফট জানিয়েছেন, নিজের পরবর্তী অ্যালবাম হিসেবে ২০১২ সালের 'রেড' অ্যালবামটিরই একটি রি-রেকর্ডিং ভার্সন মুক্তি দেবেন।
গত শুক্রবার টুইটারে তিনি লিখেন, "ভবিষ্যতের কল্পনা আপনাকে বরাবরই অতীতের দিকে ঘুরিয়ে দেবে। আপনাদের সবাইকে তাই বলে রাখছি, আমার পরবর্তী অ্যালবাম হিসেবে আমারই 'রেড'-এর একটি ভার্সন প্রকাশ করতে যাচ্ছি।" সেটি আগামী ১৯ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সুইফটের চতুর্থ স্টুডিও অ্যালবাম 'রেড'-এর ১৬টি গানের পাশাপাশি এই ডিলাক্স এডিশনে থাকবে আরও ২২টি গান। তার মানে, মোট ৩০টি গানের নতুন সংস্করণ প্রকাশ করবেন এই গায়িকা। এ প্রসঙ্গে সুইফট লিখেন, 'এগুলোর মধ্যে একটা গানের সময়ব্যাপ্তি ১০ মিনিট।'
"মিউজিক ও গানের কথা বিবেচনায় 'রেড' যেন কোনো এক মনভাঙা মানুষের কথা মনে করিয়ে দেয়," যোগ করেন সুইফট।
-
সূত্র: হলিউড রিপোর্টার