না ফেরার দেশে ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার
ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার পাড়ি জমালেন না ফেরার দেশে। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে মৃত্যু হয় তার। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু ছিলেন পাশে। মৃত্যুকালে দিলীপ কুমারের বয়স হয়েছিল ৯৮ বছর।
দীর্ঘ দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। গত ৩০ জুন মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়।
কয়েক দিন আগেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছিলেন সায়রা।
সায়রা তার শেষ টুইটে লিখেছিলেন, ''দিলীপ কুমার সাহেবের শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে তিনি এখনও আইসিইউ-তেই আছেন। আমরা তাকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে চিকিৎসক এখনও অনুমতি দেননি। আপনারা ওর জন্য প্রার্থনা করুন।''
দিলীপ কুমারের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করেছেন বলিউডের কিংবদন্তি এই অভিনেতাকে নিয়ে।
১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম নেন দিলীপ কুমার। জন্মকালে তার নাম ছিল মোহাম্মদ ইউসুফ খান। পরবর্তীকালে হয়ে ওঠেন সবার প্রিয় দিলীপ কুমার। ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে বিয়ে করেন।
১৯৪৪ সালে 'জোয়ার ভাটা' সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন দিলীপ কুমার। এরপর মুঘল-এ-আজম (১৯৬০), দেবদাস (১৯৫৫), নয়া দঔর (১৯৫৭), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১), কর্মা (১৯৮৬)-এর মতে সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ৬৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন দিলীপ কুমার; বলিউডে রাজত্ব করেছেন দীর্ঘদিন।
- সূত্র-হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা