পতিসরে রচিত রবীন্দ্রসঙ্গীত নিয়ে 'দেশ মিউজিকে'র অ্যালবাম
তৎকালীন পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের যে তিনটি কুঠিবাড়ি ছিল, তার মধ্যে নওগাঁর পতিসর অন্যতম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি কাজ দেখাশোনার জন্য এখানে কয়েকবার এসেছেন।
এই পতিসরে এবং পতিসর সংলগ্ন নাগর নদী ও চলন বিলে কবিগুরু বেশ কয়েকটি গান রচনা করেন। এর মধ্যে যে গানগুলোর সুর ও স্বরলিপি রয়েছে, সেগুলো নিয়ে ইউটিউবে 'দেশ মিউজিক'- এর ব্যানারে প্রকাশিত হয়েছে একটি অ্যালবাম। নাম, 'নওগাঁ জেলার পতিসরে রচিত রবি ঠাকুরের গান সমূহ'।
গান গেয়েছেন স্বর্ণময়ী মণ্ডল, দেবাশিস শুভ্র ও দিব্যময় দেশ। আগামী ২৫শে বৈশাখ রবীন্দ্র জন্মবার্ষিকী সামনে রেখে অ্যালবামটি গত ১ মে প্রকাশ পায়।
গানের সঙ্গে বাদ্যযন্ত্রে ছিলেন- এসরাজে দেবাশিস হালদার, তবলায় বাবুল মুখার্জি এবং বাঁশীতে আলমগীর হোসেন। মিউজিক কম্পোজিশন, মিক্সিং ও মাস্টারিং করেছেন দেবাশিস শুভ্র। ঢাকার গোল্ডেন ভয়েস এবং কলকাতার ঐক্যতান স্টুডিতে গানগুলোর রেকর্ডিং হয়েছে।
কবিগুরুর লেখা 'তুমি সন্ধ্যার মেঘমালা', 'বঁধু মিছে রাগ কোরো না', 'আমি কান পেতে রই', 'বিধি ডাগর আঁখি', 'ওগো কাঙাল', 'যাবই আমি যাবই', 'সখী প্রতিদিন হায়', 'যদি বারণ কর তবে' এবং 'আমি চাহিতে এসেছি'- এই নয়টি গান রয়েছে অ্যালবামটিতে।
শিল্পী স্বর্ণময়ী মণ্ডল বলেন, বহুদিনের স্বপ্ন এবং প্রচেষ্টায় অবশেষে এই মহাসঙ্কটের সময়ই মুক্তি পেল আমাদের নতুন সঙ্গীত সংকলন 'নওগাঁ জেলার পতিসরে রচিত রবি ঠাকুরের গান সমূহ'। বিশ্বকবির ১৫৯তম জন্মোৎসব উপলক্ষে এই সামান্য প্রয়াস।