পরীমনির মামলায় ব্যবসায়ী নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র
ঢালিউড অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ কর্তৃক চিত্রনায়িকা পরীমনিকে যৌন হয়রানি, নির্যাতন এবং হত্যার হুমকির প্রমাণ পেয়েছে।
তবে নাসিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার কোনো প্রমাণ পুলিশ পায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) এবং মামলার তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি জানিয়েছেন, অভিযোগপত্রে নাসির উদ্দিন মাহমুদ, তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি এবং শাহ শহিদুল আলমকে দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার আদালত সিদ্ধান্ত নেবে যে অভিযোগ গ্রহণ করা হবে কিনা।
জুনের মাঝামাঝি সময়ে পরীমনি সংবাদ সম্মেলনে এসে ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে তাকে নির্যাতনের অভিযোগ তোলেন। উত্তরা বোট ক্লাবের বিনোদন ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাসির তাকে হত্যার চেষ্টা করেছেন বলেও অভিযোগে বলেন পরীমনি।
পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলেন পরীমনি; তিনি বলেন, পুলিশ তাকে অসহযোগিতা করায় এভাবে জনসম্মুখে এসে নিজের অভিযোগ উত্থাপন করতে বাধ্য হয়েছেন তিনি। পরে সাভার পুলিশ তার মামলা ফাইল করে।
পরবর্তীতে নাসির ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। কিন্তু প্রায় দুই সপ্তাহ কারাগারে থাকার পর এই ব্যবসায়ী জামিনে বেড়িয়ে আসেন।