পেদ্রো-পেনেলোপে জুটির ছবি দিয়ে পর্দা উঠবে ভেনিস চলচ্চিত্র উৎসবের
স্প্যানিশ কিংবদন্তি চলচ্চিত্রকার পেদ্রো আলমোদোভারের নতুন সৃষ্টি 'প্যারালাল মাদারস'-এর প্রদর্শনীর মধ্য দিয়ে আগামী সেপ্টেম্বরে ভেনিস চলচ্চিত্র উৎসবের এবারের আসরের পর্দা উঠবে। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপে ক্রুজ।
এর ফলে আবারও চলচ্চিত্রকার-অভিনেত্রী হিসেবে জুটি বাঁধলেন পেদ্রো ও পেনেলোপে।
দুই সিঙ্গেল নারী ও এক গর্ভবতীর কাহিনি নিয়ে এই চলচ্চিত্র। পেনেলোপে ছাড়াও কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছেন মিলেনা স্মিত ও ইসরায়েল এলেয়ালদে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের সঙ্গে ৭১ বছর বয়সী পেদ্রোর সম্পর্ক বেশ পুরনো। '১৯৮৩ সালে এখানেই চলচ্চিত্রকার হিসেবে জন্ম হয়েছিল আমার,' বলেন তিনি। ২০১৯ সালে এ উৎসবে তাকে আজীবন সম্মাননাসূচক সর্বোচ্চ পদক 'গোল্ডেন লায়নে' সম্মানিত করা হয়।
এর আগে, ২০১৯ সালে পেদ্রোর পরিচালনায় পেনেলোপেকে সর্বশেষ দেখা যায় 'পেইন অ্যান্ড গ্লোরি'তে। তারও ২০ বছর আগে, 'অল অ্যাবাউট মাই মাদার'-এরও একসঙ্গে কাজ করেছে এ জুটি।
বলে রাখা ভালো, দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে পুরনো এই চলচ্চিত্র উৎসব ইতালির ভেনিসে শুরু হবে ১ সেপ্টেম্বর; চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
- সূত্র: দ্য ন্যাশনাল
-
আরও পড়ুন: 'লাইফ ইজ বিউটিফুল': বেনিনিকে আজীবন সম্মাননা দেবে ভেনিস ফেস্টিভ্যাল