প্রথমবারের মতো অনলাইন স্ট্রিমিংয়ে আসছেন বব ডিলান
করোনাভাইরাস বাস্তবতায় প্রথমবারের মতো অনলাইন স্ট্রিমিংয়ে লাইভ কনসার্ট করবেন নোবেলজয়ী আমেরিকান গীতিকবি ও গায়ক বব ডিলান।
তার ক্যাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছে, আগামী ১৮ জুলাই 'শ্যাডো কিংডম' শিরোনামে ওই কনসার্টে গান শোনাবেন ৮০ বছর বয়সী এই কিংবদন্তি শিল্পী।
কনসার্টটির ওয়েবকাস্ট করবে অনলাইন স্ট্রিমিং সাইট 'ভিপস'। ইতোমধ্যেই ২৫ ডলার মূল্যে টিকেট বিক্রি শুরু করেছে সাইটটি। জানা গেছে, ১৮ জুলাই আমেরিকান স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে ওই কনসার্ট। পরেও সেটি দেখা যাবে।
বব ডিলান সর্বশেষ লাইভ পারফর্ম করেন ২০১৯ সালের ডিসেম্বরে।
-
সূত্র: ভ্যারাইটি