বাঁধন এবার নজরুল গীতির মিউজিক্যাল ফিল্মে
আজমেরী হক বাঁধন সম্প্রতি কলকাতা থেকে একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করে দেশে ফিরেছেন। মোহাম্মদ নাজিম উদ্দিনের থ্রিলার উপন্যাস 'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি' অবলম্বনে কলকাতার প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি নির্মাণ করছেন সেই ওয়েব সিরিজ। এর প্রধান চরিত্রে দেখা যাবে বাংলাদেশের এই অভিনেত্রীকে।
দেশে ফিরে এবার তিনি নজরুল গীতি অবলম্বনে বানানো একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন।
বাঁধন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান 'জয় হোক' নতুন করে গেয়েছেন সুস্মিতা আনিস। মিউজিক করেছেন অর্ণব। সেটি ঘিরে এই মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন "হাসিনা: অ্যা ডটার'স টেল"খ্যাত নির্মাতা পিপলু খান।
বাঁধন জানান, বান্দরবানের গহীন অঞ্চল থানচি থেকে আরও গহীনে, রিমাক্রির সাংগু নদীতে শুটিং হয়েছে 'জয় হোক' মিউজিক্যাল ফিল্মটির।
'শুটিং হয়েছে ২৬-২৮ ফেব্রুয়ারি। ৩ দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম আমরা। শুটিং করতে বেশ বেগ পোহাতে হয়েছে,' বলেন বাঁধন।
মিউজিক্যাল ফিল্মটি আগামী ২৬ মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবসে সুস্মিতা আনিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।