বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য চলচ্চিত্র উৎসব আয়োজন করবে ভারত
শুধুমাত্র বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য চলতি মাসে দুটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে ভারত।
দুটি উৎসবের মধ্যে 'সেকেন্ড বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল' অনুষ্ঠিত হবে আগরতলায়; আগামী ২১-২৩ অক্টোবর পর্যন্ত চলবে এই উৎসব। অন্যদিকে, 'ফার্স্ট বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল' নামে দ্বিতীয় উৎসবটি অনুষ্ঠিত হবে ভারতের গুয়াহাটিতে, চলবে ২৩-২৮ অক্টোবর পর্যন্ত।
উৎসবের জন্য প্রাথমিকভাবে ৩৫টি চলচ্চিত্র বাছাই করেছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রদর্শনীর জন্য সেই ৩৫ ছবি থেকে বাছাই করে আরও সংক্ষিপ্ত তালিকা করা হবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন উপ-সচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলাম।
উৎসবের জন্য মনোনীত ৩৫টি চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'হাসিনা: অ্যা ডটারস টেল', 'ছুঁয়ে দিলে মন', 'জালালের গল্প', 'অমি ও আইসক্রিমওয়ালা', 'অনিল বাগচীর একদিন', 'যদি একদিন', 'জিরো ডিগ্রী', 'বাপজানের বায়োস্কোপ', 'আয়নাবাজি', 'কৃষ্ণপক্ষ', 'তুখোড়', 'ভুবন মাঝি', 'সত্তা', 'রাজনীতি', 'ঢাকা অ্যাটাক', 'হালদা', 'অন্তর জ্বালা', 'আঁখি ও তার বন্ধুরা', 'গহীনে বালুচর', 'পুত্র', 'পোড়ামন ২', 'দেবী', 'জান্নাত', 'ফাগুন হাওয়ায়', 'কালো মেঘের ভেলা', 'মনের মতো মানুষ পাইলাম না', 'আবার বসন্ত', 'মায়া: দ্য লস্ট মাদার', 'গন্ডি', 'ন ডরাই', 'বিশ্বসুন্দরী', 'গোর', 'গেরিলা', 'উনপঞ্চাশ বাতাস' এবং 'রূপসা নদীর বাঁকে'।
গত পাঁচ বছরের মধ্যে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মুক্তির তারিখের ওপর ভিত্তি করে ৩৫টি ছবির সংক্ষিপ্ত তালিকা করেছে নির্বাচনী কমিটি। এক্ষেত্রে জাতীয় পুরস্কার কিংবা আন্তর্জাতিকভাবে খ্যাতিলাভ করা সিনেমাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান সাইফুল ইসলাম।
নির্বাচনী কমিটির সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান বলেন, 'সরকার একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এর আগেও ভারতে বিভিন্ন উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এবারের প্রদর্শনীর ফলে পরিচালক ও প্রযোজকেরা আরও ভালো ছবি তৈরিতে আগ্রহী হয়ে উঠবে।'
তিনি আরও বলেন, 'এ ধরনের উৎসবের আয়োজন করার মাধ্যমে ভারতীয় সিনেমাপ্রেমীরা বাংলাদেশের চলচ্চিত্রের সাথে পরিচিত হতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন।'
সোহানুর রহমান আরও মনে করেন, আগে এ ধরনের উৎসবে যোগ দিতে হলে কোনো শিল্পী বা ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে নিজ খরচে যেতে হতো। এবার সরকার চাইলে কিছু শিল্পী-কর্মীদের সরকারি খরচে এই উৎসবে নিয়ে যেতে পারে।