বাইডেনের অভিষেক অনুষ্ঠানে জাতীয় সংগীত গাইবেন লেডি গাগা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/01/15/lady_gaga.jpg)
আগামী বুধবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের অভিষেক ঘটবে। ইউএস ক্যাপিটলে অনুষ্ঠিতব্য সেই অভিষেক অনুষ্ঠানের তারকাবহুল সাংস্কৃতিক পর্বে জাতীয় সংগীত গাইবেন দেশটির জনপ্রিয় গায়িকা লেডি গাগা।
এর আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে বাইডেনকে সমর্থন করেছিলেন।
পেনসিলভানিয়ায় এক প্রচারণা সভায় ভোটারদের উদ্দেশ্যে এই গায়িকা বলেছিলেন, 'নিজের জীবনের ওপর ভিত্তি করে অথবা নিজের সন্তানদের জীবন বিবেচনায় নিয়ে ভোট দিন।'
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/01/15/lady_gaga_2.jpg)
'সব নারী ও সব পুরুষ, সব কন্যা, বোন ও মা- সবাইকে বলছি, আপনার পরিচয় যা-ই হোক না কেন, এবার সুযোগ এসেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেওয়ার।... জো-কে ভোট দিন। তিনি ভালো মানুষ,' সেদিন বলেছিলেন লেডি গাগা।
বলে রাখা ভালো, বুধবারের অভিষেক অনুষ্ঠান উপস্থাপনা করবেন প্রখ্যাত হলিউড তারকা টম হ্যাংকস। সেখানে লেডি গাগা ছাড়াও জেনিফার লোপেজ, জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক ও ডেমি লোভাটোর মতো তারকারা গান গাইবেন।
- সূত্র: দ্য ন্যাশনাল