বাবার জিম্মায় থেকে আর পারফর্ম করবেন না ব্রিটনি
আদালতের নির্দেশে ২০০৮ সাল থেকে বাবার জিম্মায় (কনজারভেটরশিপ) জীবন কাটাচ্ছেন আমেরিকান পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এর অংশ হিসেবে তার ক্যারিয়ারও বাবা জেমস পার্নেল স্পিয়ার্সের নিয়ন্ত্রণে।
এই জিম্মা থেকে মুক্ত হওয়ার জন্য আদালতে বারবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন ব্রিটনি।
এ নিয়ে বেশ কিছু আবেগঘন মন্তব্যও করেছেন তিনি। সাম্প্রতিক এক দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে ৩৯ বছর বয়সী গায়িকা লিখেছেন, 'এই জিম্মাদশা আমার স্বপ্নগুলোকে খুন করে ফেলেছে। এখন আশা ছাড়া আর কিছু নেই আমার।'
২০১৮ সালের শেষদিকের পর জনসমক্ষে আর কোনো পারফর্ম না করা ব্রিটনি আরও লিখেছেন, 'আমি কী পরব, কী বলব, কী লিখব, কিংবা কী ভাবব- সবই যদি বাবাই ঠিক করে দেবেন, তাহলে আমি আর কখনোই কোনো মঞ্চে পারফর্ম করব না।'
এদিকে, জিম্মাদশার বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য গত বুধবার তিনি একজন নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসে তার মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।
-
সূত্র: বিবিসি -
আরও পড়ুন: বাবার অভিভাবকত্ব বাতিল চেয়ে ব্রিটনির আবেদন আদালতে নাকচ