ব্যাপক মূল্য ছাড়ে বিক্রি হলো জ্যাকসনের নেভারল্যান্ড র্যাঞ্চ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রয়াত পপ মহাতারকা মাইকেল জ্যাকসনের নেভারল্যান্ড র্যাঞ্চ মূল্য ছাড়ে (ডিসকাউন্ট) প্রায় ২২ মিলিয়ন ডলারে কিনে নিয়েছেন দেশটির ধনকুবের রন বার্কলে। বৃহস্পতিবার তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
রূপকথাতুল্য ও বিলাসবহুল এই র্যাঞ্চে দীর্ঘ সময় কাটিয়েছেন জ্যাকসন। তবে এখানে শিশুদের নিমন্ত্রণ করে তাদের সঙ্গে অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
২০০৯ সালে জ্যাকসনের মৃত্যুর পর নেভারল্যান্ডের নতুন নামকরণ করা হয় 'সাইকেমোর ভ্যালি র্যাঞ্চ'।
সুপারমার্কেট থেকে শুরু করে বিনোদন দুনিয়ায় লগ্নিকারী মন্টানা-ভিত্তিক ব্যবসায়ী বার্কলে এই র্যাঞ্চকে 'একটি ল্যান্ড ব্যাংকিং অপরচুনিটি' হিসেবে কিনে নিয়েছেন বলে জানান তার মুখপাত্র।
২০১৫ সালে র্যাঞ্চটির দাম হাঁকা হয়েছিল ১০০ মিলিয়ন ডলার। করোনাভাইরাস বাস্তবতায় সেটি ব্যাপক কমিয়ে ২২ মিলিয়ন ডলারে বিক্রি করা হলো।
সূত্র: এএফপি