ব্রিটনির ভয়েসমেইল ফাঁস করে দিলেন সাবেক ম্যানেজার!
আমেরিকান পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের একগুচ্ছ পুরনো ভয়েসমেইল সম্প্রতি ফাঁস করে দিয়েছেন তার বিতর্কিত সাবেক ম্যানেজার স্যাম লাটফি। মঙ্গলবার ফাঁস হওয়া সেইসব ভয়েসমেইল থেকে বোঝা যায়, কনজারভেটরশিপ থেকে মুক্তি পাওয়ার জন্য এক দশকেরও বেশি কাল ধরে লড়ছেন ব্রিটনি।
৪৬ বছর বয়সী লাটফি গত বুধবার পেজ সিক্সকে জানান, ভয়েসমেইলগুলো তিনি আগেই ফাঁস করেছেন, তবে মঙ্গলবার ইনস্টাগ্রামে রিপোস্ট করা হলে চলমান #ফ্রিব্রিটনি আন্দোলনের কারণে সেগুলো রাতারাতি সাড়া ফেলে দেয়।
২০০৭ থেকে ২০০৮ সালে ব্রিটনির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের দাবিদার লাটফি জানান, 'ওগুলো আমার ফোনেই ছিল।'
ব্রিটনির সাবেক এক 'বিশ্বাসভাজন' ব্যক্তি ইনস্টাগ্রামে চারটি আলাদা পোস্টে ভাগ করে ভয়েসমেইলগুলো প্রকাশ করেন।
বলে রাখা ভালো, ২০০৭ সালে ব্রিটনির ব্রেকডাউনের জন্য এই ম্যানেজারকে দায়ী করেছিল গায়িকার পরিবার।
প্রথম ভিডিওতে আগে প্রকাশ না পাওয়া এক ছবিতে দেখা যায়, নিজের ছেলে শন প্রিস্টনকে জড়িয়ে ধরে রেখেছেন ব্রিটনির। অডিওতে তাকে বলতে শোনা যায়, 'আমি এই কনজারভেটরশিপ থেকে বের হতে চাই।'
২০০৯ সালের ওই বার্তায় ব্রিটনিকে আরও বলতে শোনা যায়, 'কনজারভেটরশিপের কারণে আমি আমার সন্তানদের সঙ্গে ঠিকমতো দেখা করতে পারছি না। আমার সব ধরনের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।'
-
সূত্র: পেজ সিক্স, নিউইয়র্ক পোস্ট