ভূত রূপে হাজির সাইফ-অর্জুন, গান প্রকাশ
ঘোষণার দিন থেকেই আলোচনায় রয়েছে 'ভূত পুলিশ'। একে প্রথমবার পর্দায় জুটি বেঁধে আসছেন সাইফ আলী খান ও অর্জুন কাপুর, তার ওপর হরর কমেডি।
মাঝখানে নেটপাড়ায় গুঞ্জনও উঠেছিল, হলিউড হরর-কমেডি 'গোস্টবাস্টার্স' থেকে অনুপ্রাণিত এই বলিউড ছবি। তবে সেসব পেরিয়ে ছবির ট্রেলার মুক্তি পেতেই তা নজর কাড়ে দর্শকদের।
এবার মুক্তি পেল ছবির প্রথম গান 'আয়ি আয়ি ভূত পুলিশ'। গানের ভিডিওতে সাইফ-অর্জুনের পাশাপাশি জ্যাকলিনকে দেখা গেলেও পাওয়া যায়নি ছবির আরও এক অভিনেত্রী ইয়ামি গৌতমের ঝলক।
গানের ভিডিও থেকেই ছবির মেজাজ পরিষ্কার। ভিডিওতে দেখা যাচ্ছে, সাইফ, অর্জুন ও জ্যাকলিনের পেছনে জোম্বি লুকে বাকি নৃত্যশিল্পীরা বিভিন্ন অদ্ভুতুড়ে অঙ্গিভঙ্গিতে এক ছন্দে নেচে যাচ্ছেন। ভিডিওর গোটা পরিবেশটাই যে বেশ থমথম, তা বলা বাহুল্য।
অন্যদিকে, ব্রাইডাল পোশাকের মতো ফিটেড পোশাক, থাই স্টকিং ও নেকলেসে জ্যাকলিন যেন একেবারে পিকচার পারফেক্ট! শচীন-জিগরের সুরে গানটি গেয়েছেন বিশাল দাদলানি ও সুনিধি চৌহান।
পবন কৃপালিনী পরিচালিত এই ছবি গল্প বলবে একদল 'ভূত ধরা'র। ২০২০ সালের নভেম্বরেই ভারতের হিমাচল প্রদেশে শুটিং শুরু হয়েছিল 'ভূত পুলিশ'-এর। চলতি বছরের ১০ সেপ্টেম্বর বড় পর্দায় এই ছবির মুক্তি পাওয়ার কথা থাকলেও বর্তমানে করোনা আবহের কারণে ১৭ সেপ্টেম্বর ডিজনি+ হটস্টার ওটিটি প্ল্যাটফর্মেই স্ট্রিমিং শুরু হবে।
সাইফ নিজেও জানিয়েছিলেন, 'ভূত পুলিশ'-এর মতো চরিত্রে তিনি আগে কখনো অভিনয় করেননি।