ভেনিস উৎসবে আফগান চলচ্চিত্রকারদের নিয়ে বিশেষ আয়োজন
তালেবানরা রাষ্ট্রক্ষমতা দখলে নেওয়ার প্রেক্ষিতে আফগানিস্তানের চলচ্চিত্রকার ও শিল্পীদের ওপর এর প্রভাব বিষয়ক এক আলোচনাসভা আসন্ন ভেনিস চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হবে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আফগান 'চলচ্চিত্রকার ও অন্য শিল্পীদের রাজনৈতিক শরণার্থী মর্যাদা নিশ্চিতকরণ, তাদের ভবিষ্যৎ নিরাপত্তা বিবেচনা করে দেশত্যাগে সাহায্য করা এবং ইউরোপে তারা পৌঁছানোমাত্র প্রতিষ্ঠা পেতে সহায়তা দেওয়া' বিষয়ে এই আনুষ্ঠানিক আলোচনাসভা আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
জানা গেছে, আফগান চলচ্চিত্রকার সাহরা করিমি, ডকুমেন্টারি চলচ্চিত্রকার সাহরা মনি এবং আরও অনেকেই সেই আলোচনায় অংশ নেবেন।
আলোচনাসভা পরিচালনা করবেন ইতালিয়ান সাংবাদিক জুলিয়ানো বাত্তিস্তোন।
বলে রাখা ভালো, দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে পুরনো এই চলচ্চিত্র উৎসব ইতালির ভেনিসে শুরু হবে ১ সেপ্টেম্বর; চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
-
সূত্র: আরব নিউজ