শরীর নিয়ে কারিনার বিষাদ
গর্ভধারণ ও সন্তান জন্মদানের অভিজ্ঞতা ঘিরে বলিউড তারকা কারিনা কাপুর খানের লেখা 'প্রেগন্যান্সি বাইবেল' বইটি প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে দুই ছেল জেহ ও তৈমুরের জন্মের সময় নিজ জীবনে চলা নানা আনন্দ ও বেদনাবোধ তিনি প্রকাশ করেছেন।
ওই বই থেকেই জানা যায়, দ্বিতীয়বার গর্ভধারণের পর বেশ মুসিবতে পড়ে গিয়েছিলেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। 'জিরো ফিগারে'র জন্য খ্যাত এই নায়িকা তার পুরনো শারীরিক গড়ন ফিরে পাবেন কি না, সেই ভাবনায় হয়ে পড়েছিলেন বিষাদগ্রস্ত।
এদিকে, ইনস্টাগ্রাম লাইভে বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের সঙ্গে কথা প্রসঙ্গে সাইফপত্নী জানান, "তৈমুরের জন্মের সময়টা আমার কাছে খুব সহজ ছিল। বেশ মজা করে কাটিয়েছিলাম সেই সময়টা। আর ওটাই আমাকে অনুপ্ররেণা দিয়েছিল দ্বিতীয় সন্তান নিতে। তারপর জেহ'র সময়টা খুব একটা সহজ ছিল না। মাঝেমধ্যেই ভাবতাম, এবার বুঝি সব ঠিক থাকবে না! আমি বুঝি পারব না।"
বলিউড ললনা আরও জানান, এ সময়ে করোনাভাইরাস ভীতিও তাকে পেয়ে বসেছিল। সঙ্গে যুক্ত হয়েছিল বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা।
'প্রি-ওয়ার্ক কমিটমেন্ট ছিল। কোভিড প্রোটোকল মেনে সমস্ত রকম সাবধানতা অবলম্বন করেই শুট করতাম। ওটাই আমার কাছে ছিল অক্সিজেনের মতো। তবে শেষের দিকে ভয় লাগত, যদি আমার কোভিড হয়, যদি আমার সন্তানের কোভিড হয়,' যোগ করেন কারিনা কাপুর।
তিনি সঙ্গে অবশ্য এ-ও জানিয়েছেন, দ্বিতীয় সন্তান জন্মের পর তাকে নিয়ে বাড়ি ফিরতে পেরে বেশ খুশি হয়েছিলেন। তবে আয়নার সামনে দাঁড়িয়ে আবারও পুরনো আশঙ্কা জেগে উঠেছিল তার মনে, 'জিরো ফিগার' ফিরে পাবেন তো?
বলে রাখা ভালো, বলিউড তারকা দম্পতি কারিনা-সাইফের প্রথম সন্তান তৈমুরের জন্ম ২০১৬ সালে; দ্বিতীয় সন্তান জেহের জন্ম এ বছর।
-
সূত্র: হিন্দুস্তান টাইমস