শীঘ্রই বলিউডে অভিষেক হতে পারে নিক জোনাসের!
জনপ্রিয় মার্কিন গায়ক নিক জোনাস এশিয়া অঞ্চলেও বেশ খ্যাতি পাওয়ার একটি কারণ তার স্ত্রী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নিক-প্রিয়াঙ্কার প্রাণবন্ত সম্পর্ক ও প্রেমময় খুনসুটি সবসময়ই ভক্তদের মাতিয়ে রাখে। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই স্ত্রীর পদচিহ্ন অনুসরণ করে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখবেন নিক জোনাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই আভাস দিয়েছেন নিক নিজেই!
নতুন ওই সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রির ভূয়সী প্রশংসা করেন এই গায়ক। নিক বলিউডকে 'অসাধারণ ফিল্ম ইন্ডাস্ট্রি' বলে অভিহিত করেছেন এবং বলিউডে নিজের অভিষেকের সম্ভাবনার কথা জানিয়েছেন। এর পাশাপাশি হিন্দি গানের প্রশংসা করে নিক জানান, ঘরোয়া পার্টিতে তিনি ও প্রিয়াঙ্কা প্রায়ই হিন্দি গান বাজান।
খালিজ টাইমসকে দেওয়া ওই সাক্ষাৎকারে নিক বলেন, "আমি বলিউডকে ভালোবাসি। গত কয়েক বছরে আমার স্ত্রীর সাথে থাকার কারণে আমি বলিউডের সাথে আরও ভালোভাবে পরিচিত হয়েছি। আমি অবশ্যই এখানে কাজ করতে আগ্রহী।"
তিনি আরও বলেন, "বলিউডে আমার অনেক বন্ধু আছে এবং আমার মনে হয় বলিউড একটা অসাধারণ ফিল্ম ইন্ডাস্ট্রি। তাদের কাজগুলো বেশ প্রেরণাদায়ক। আর যদি ভালো সুযোগ আসে, কে জানে, আমিও হয়তো নেমে পড়বো বলিউডে কাজ করতে!"
বলিউড সিনেমার গান সম্পর্কে জানতে চাওয়া হলে নিক বলেন, "তাদের গানগুলো অনেক সুন্দর। ভারতে থাকার সময় এবং আমাদের বিয়ের সময়ও আমি প্রচুর হিন্দি গান শুনেছি। নাচের জন্য বলিউড গান খুব ভালো এবং আমরা এগুলো আমাদের ঘরোয়া পার্টিতেও বাজাই।"
২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরের উমেদ ভবন প্যালেসে রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে তার নামের পাশ থেকে 'জোনাস' মুছে দেওয়ার পর দুজনের বিচ্ছেদের গুঞ্জনে মুখর হয় মিডিয়াপাড়া। কিন্তু থ্যাংকসগিভিং পোস্ট এবং সপ্তাহের শুরুতে লন্ডনে একসাথে ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ডে যোগ দেওয়ার মাধ্যমে সব গুজব মিথ্যা প্রমাণিত করেছেন নিক-প্রিয়াঙ্কা জুটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস