শুক্রবার শুরু হচ্ছে সিসিমপুরের নতুন মৌসুম
শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম শুরু হচ্ছে। তার মানে, নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হচ্ছে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু।
'তের পেরিয়ে চৌদ্দ এলো/এগিয়ে চলো, পেখম মেলো,' স্লোগান নিয়ে আগামী ১৫ অক্টোবর (শুক্রবার) থেকে সিজন-১৪-এর নতুন পর্বগুলোর সম্প্রচার শুরু হবে দুরন্ত টেলিভিশনে। পরে বিটিভি ও মাছরাঙা টিভিতেও দেখা যাবে।
সমানুভূতিকে মূলভাব ধরে, মজার মজার সব গল্প দিয়ে সিসিমপুরের সাজানো হয়েছে এবারের মৌসুম। হালুম, টুকটুকি, ইকরি ও শিকুর সঙ্গে প্রতি পর্বে বরাবরের মতো আরও থাকছে গুণী ময়রা, আশা, গ্রোভার, রায়া, খুশি আর বাহাদুর।
বলে রাখা ভালো, ইউএসএআইডি'র আর্থিক সহযোগিতায় নির্মিত 'সিসিমপুর' ২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় 'সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়' এই লক্ষ্য নিয়ে কাজ করছে।
সিসিমপুর অনুষ্ঠানটি সম্প্রচারে সহায়তা করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে সহায়তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।