শুটিং শুরু ‘প্রীতিলতা’র
রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে বহুল আলোচিত 'প্রীতিলতা' চলচ্চিত্রের শুটিং। প্রথম দিনের শুটিং হয় উত্তরায়। আগামী ৬ নভেম্বর পর্যন্ত টানা উত্তরা, নিকেতন, পুরান ঢাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হবে বলে জানা যায়।
এ ছবিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
প্রথম দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন পরীমনি, তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।
পরীমনি বলেন, 'সবে তো শুরু করলাম। প্রথম দিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্য নির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে।'
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ।
নির্মাতা রাশিদ পলাশ বলেন, 'প্রথম লটটা আমরা ঢাকাতেই করব। এরপর চট্টগ্রামে যাব। সেখানেই আমাদের মূল কাজ। প্রথম দিনের শুটিংয়ে আমি ও আমার টিম খুব খুশি। টিমের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন। পরী সত্যিই খুব ভালো অভিনয় করছেন।'
ইউফরসির ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল; চিত্রগ্রহণে রয়েছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম এবং ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ । ছবির জন্য গান গেয়েছেন কবীর সুমন।
টিম প্রীতিলতার চেয়ারম্যান মুহিদ হাওলাদার বলেন, 'দীর্ঘ প্রতীক্ষার পর আমরা শুটিং শুরু করতে পারলাম। এটা আনন্দের খবর। সকলের সহযোগিতা আর পরামর্শ নিয়ে বাকি পথটাও পাড়ি দিতে চাই আনন্দ মনে।'
১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা। তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সঙ্গে রাখা পটাসিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে আত্মহুতি দেন এই বীরকন্যা।