সব সিনেমা হল বন্ধ ঘোষণা
করোনা ভাইরাসের কারণে দেশের সব সিনেমা হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে হলগুলো। মঙ্গলবার চলচ্চিত্র প্রযোজক সমিতি, প্রদর্শক সমিতিসহ সংশ্লিষ্ট সকল সমিতি মিলে এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা সবাই মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। সারা পৃথিবীতেই করোনার প্রকোপ বেড়েছে। আমরা তাই ঝুঁকি নিতে চাইনি।'
তবে চলচ্চিত্রের শুটিং বন্ধ থাকবে কি না, সেটা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। খসরু বলেন, 'আমাদের মিটিংয়ে সিনেমা হল বন্ধ থাকার সিদ্ধান্ত হয়েছে। শুটিং বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।'
এদিকে ১৮ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শুক্রবার পড়েছে দুটি। সাধারণত শুক্রবারই মুক্তি পায় নতুন চলচ্চিত্র। ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল সিয়াম ও পরীমনি অভিনীতি 'বিশ্বসুন্দরী'। সঙ্গত কারণেই চয়নিকা চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রের মুক্তির তারিখও পিছিয়ে গেল।
চয়নিকা চৌধুরী বলেন, 'সিনেমা হল বন্ধ থাকলে তো সিনেমা মুক্তি পিছিয়ে যাবেই। তবে মুক্তির পুরো ব্যাপারটি দেখছে আমার প্রযোজনা প্রতিষ্ঠান। তারা যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন। পরবর্তী সময় নির্ধারণ করে আবার সবাইকে জানানো হবে।'