সুপারস্টার রবার্ট ডাউনির বাবা ও কাউন্টারকালচারাল ফিল্মমেকার ডাউনি সিনিয়রের মৃত্যু
আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রডিউসার, লেখক ও সিনেমাটোগ্রাফার রবার্ট জন ডাউনি সিনিয়র আর নেই। নিউইয়র্কে মৃত্যুবরণকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
ব্যক্তিজীবনে ডাউনি সিনিয়র ছিলেন 'আয়রনম্যান', 'অ্যাভেঞ্জারস', 'শার্লকহোমস'খ্যাত হলিউড সুপারস্টার রবার্ট জন ডাউনি জুনিয়রের বাবা।
ডাউনি জুনিয়র এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, গত মঙ্গলবার তার বাবা তাদের নিউইয়র্কের বাসায় ঘুমের মধ্যে মারা গেছেন। পাঁচ বছরেরও বেশিকাল ধরে পারকিনসন'স ডিজিজে ভুগছিলেন ডাউনি সিনিয়র।
'তিনি ছিলেন একজন সত্যিকারের ম্যাভেরিক ফিল্মমেকার এবং দারুণ আশাবাদী মানুষ,' ইনস্টায় লিখেছেন ডাউনি জুনিয়র। 'আমার সৎমা বলেন, তারা নাকি ২০০০ হাজার বছরের বেশিকাল হাসিখুশি দাম্পত্যজীবন কাটিয়েছেন।'
সংস্কারবাদী ও প্রতিষ্ঠানবিরোধী ফিল্মমেকার হিসেবে খ্যাতি ছিল ডাউনির। বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিকে ব্যঙ্গ করে 'পুটনি সোপ' (১৯৬৯) এবং ওয়েস্টার্ন জিসাস প্যারাবল "গ্রিজার'স পেলেস"-এর (১৯৭২) মতো লো-বাজেটের চলচ্চিত্র বানিয়ে তিনি কাউন্টারকালচারের প্রতিনিধিত্ব করতেন।
এছাড়া, 'টু লিভ অ্যান্ড টু ডাই ইন এল.এ.' [১৯৮৫], 'বুগি নাইটস' [১৯৯৭] ও 'ম্যাগনোলিয়া'সহ [১৯৯৯] বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেছেন।
তার জন্ম ১৯৩৬ সালে, নিউইয়র্কে। সেনাবাহিনীতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে তিনি জন্মগত নাম রবার্ট ইলিয়াস জুনিয়র পাল্টে সারনেম হিসেবে নিজের সৎবাবা ডাউনি'র নাম ব্যবহার করেন। সেনাবাহিনী থেকে আসার পর, নিউইয়র্কে বোনের সঙ্গে জীবন কাটানোর এক পর্যায়ে ঘটনাচক্রে তিনি চলচ্চিত্র নির্মাণে জড়িয়ে পড়েন।
তিনি সর্বশেষ চলচ্চিত্র পরিচালনা করেন ২০০৫ সালে। ফিলাডেলফিয়ার একটি ছোট্ট পার্ককে ঘিরে বানানো সেই ডকুমেন্টারির নাম 'রিটেন স্কয়ার।'
মৃত্যুকালে তিনি তার তৃতীয় ও সর্বশেষ স্ত্রী, বেস্টসেলিং লেখিকা রোজমেরি রজার্সকেও রেখে গেছেন।
-
সূত্র: এপি