স্বেচ্ছা কোয়ারেন্টিনে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি
দুজনেই গ্লোবাল আইকন। তাই ভক্তদের সামনে দৃষ্টান্ত স্থাপন করাটা তাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব। কথা হচ্ছে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস দম্পতিকে নিয়ে। করোনা কবলিত গোটা বিশ্বকে ঘরে থাকারই বার্তা দিচ্ছেন মিস্টার অ্যান্ড মিসেস জোনাস।
আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টাইনে রয়েছেন দুজনে। শনিবার প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে শেয়ার করে নেন একটি ছবি, যাকে আপনি 'কোয়ারেন্টাইন গোলস'বা লক্ষ্য হিসাবে ধরে নিতে পারেন! নিকের কোলে মাথা দিয়ে শান্তিতে ঘুমোচ্ছেন তিনি। গায়ে চাপানো কম্বল। ঘুমন্ত স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছেন প্রিয়াঙ্কা ছাড়া ছবিতে দেখা মিলেছে তাদের প্রিয় জার্মান শেফার্ড কুকুর জিনোর। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের বাড়িতে ঠিক এভাবে কাটছে নিক-প্রিয়াঙ্কার সময়।
গত দশদিন ধরেই গৃহবন্দি রয়েছে এই জুটি। নিক একটি ভিডিও বার্তা শেয়ার করেন যেখানে এই কঠিন সময়ে সকলকে শান্ত থাকার আর্জি রাখেন এই শিল্পী। নিক বলেন,'আমি জানি এটা আমাদের সবার জন্য খুব কঠিন সময়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকলের জন্য অনেক শুভকামনা রইল।'
এরপর প্রিয়াঙ্কা যোগ দেন এবং আবেদন করেন, 'আসুন আমরা সবাই একে অপরের খেয়াল রাখি। আশা করি সবাই সুরক্ষিত আছেন। অনেক ভালোবাসা'।
নিক-প্রিয়াঙ্কার এই স্বেচ্ছায় আইসোলেশন পিরিয়ডের নানান মূহূর্ত গত কয়েকদিন ধরেই উঠে এসেছে ইনস্টাগ্রামের দেওয়ালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই ঘরবন্দি থাকছেন নিক-প্রিয়াঙ্কা দম্পতি।