১৩৫৯ কোটি টাকার সম্পদ থেকে 'মুক্তি' চান ড্যানিয়েল ক্রেইগ!
জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ জানিয়েছেন, সন্তানদের জন্য উত্তরাধিকার হিসেবে কোনো অর্থসম্পদ রেখে যাওয়ার পরিকল্পনা নেই তার। কারণ এর আগেই নিজের সম্পত্তির সিংহভাগ দান করে যাবেন তিনি।
যুক্তরাজ্যের ক্যান্ডিস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে জেমস বন্ড জিরো জিরো সেভেন বলেন, উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়ার বিষয়টিকে 'অরুচিকর' মনে করেন তিনি।
এই মুহূর্তে ক্রেইগের মোট সম্পত্তির পরিমাণ ১১৬ মিলিয়ন পাউন্ড (১৬০ মিলিয়ন মার্কিন ডলার)। এই সম্পত্তির অধিকাংশই তিনি বিলিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।
৫৩ বছর বয়সী এই তারকার দুই কন্যা সন্তান রয়েছে। বয়স বিশের কোঠায় থাকতেই বিয়ে করেছিলেন ফিওনা লুডনকে। সাবেক এই স্ত্রীর ঘরে মেয়ে এলা'র জন্ম হয়। ক্রেইগের অন্য স্ত্রী র্যাচেল ওয়াইসজ এর ঘরে তার দুই বছর বয়সী আরেকটি মেয়ে আছে। এছাড়াও, র্যাচেলের ১৫ বছর বয়সী ছেলের সৎ বাবাও তিনি।
সাক্ষাতকারে ক্রেইগ বলেন, "আমি আমার পরবর্তী প্রজন্মের জন্য বিপুল পরিমাণ অর্থসম্পদ রেখে যাবো না। আমার মনে হয়, 'উত্তরাধিকার' বিষয়টাই যথেষ্ট বিরক্তিকর ও অরুচিকর। আমার নিজস্ব দর্শন হলো- মৃত্যুর আগে এসব সম্পদ থেকে মুক্তি লাভ করো আর না হয় দান করে যাও।"
এসময় ক্রেইগ বিলিয়নিয়ার শিল্পপতি, অ্যান্ড্রু কার্নেগির কথা স্মরণ করেন। ১৯১৯ সালে কার্নেগি মারা যাওয়ার আগে তার বিলিয়ন বিলিয়ন ডলার দান করে গিয়েছিলেন। সে কথা উল্লেখ করে ক্রেইগ বলেন, 'এ থেকেই বোঝা যায় তিনি কতটা বিত্তবান ছিলেন। কারণ আমি বাজি ধরে বলতে পারি, এত টাকা দান করার পরেও তিনি নিজের জন্য নিশ্চয়ই কিছু অংশ রেখেছিলেন!'
ক্রেইগের সম্পদের একটা বড় অংশ এসেছে জেমস বন্ড রূপে অভিনয় করার সুবাদে। ইতিপূর্বে তিনি অনেকবার জানিয়েছেন যে, আর কোন জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করবেন না। কিন্তু আগামী অক্টোবরেই মুক্তির অপেক্ষায় থাকা 'নো টাইম টু ডাই' চলচ্চিত্রে শেষবারের মতো এমএই৬ এজেন্ট হিসেবে দেখা যাবে ক্রেইগকে।
এর আগে গত জুনে টোটাল ফিল্ম'কে তিনি বলেছিলেন, "আমি ভেবেছিলাম আমি হয়তো আর কোনো জেমস বন্ড ছবিতে অভিনয় করার মতো শারীরিকভাবে ফিট নই। কিন্তু এটা আমার জন্য খুব দুঃখের ও পীড়াদায়ক হয়ে দাঁড়িয়েছিল।"
আসন্ন চলচ্চিত্রে এজেন্টের দুর্ধর্ষ ভূমিকার জন্য ক্রেইগ ২৫ মিলিয়ন ডলার পাবেন বলে জানা গেছে।
২০০৬ সালে 'ক্যাসিনো রয়্যালে' দিয়ে শুরু করে ইতিমধ্যে ছয়টি জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে ক্রেইগকে।