‘কালো সাজা’র সমালোচনা: নিন্দুকদের ধন্যবাদ জানালেন ইগি আজালিয়া!
'ব্ল্যাকফিশিং' করা বা জন্মগতভাবে না হলেও কালো সাজার অভিযোগ ওঠায় সমালোচনাকারীদের উল্টো ধন্যবাদ জানালেন জনপ্রিয় অস্ট্রেলিয়ান র্যাপার ইগি আজালিয়া। সদ্য প্রকাশিত 'আই অ্যাম দ্য স্ট্রিপক্লাব' গানের ভিডিওতে কালো সাজার এবং একটি সংস্কৃতিকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে নিন্দার ঝড় ওঠে তার বিরুদ্ধে।
৩১ বছর বয়সী র্যাপারের ওই ভিডিও প্রকাশ পায় গত শুক্রবার। সেখানে তাকে কালো পরচুলা পরে এবং কড়া মেকআপের মাধ্যমে ত্বকের প্রকৃত রঙের চেয়ে অনেক বেশি কালো রূপে নিজেকে উপস্থাপন করতে দেখা যায়।
শুরুতে ওইসব সমালোচনাকে 'হাস্যকর ও ভিত্তিহীন' বলে উড়িয়ে দিলেও পরে টুইটবার্তায় সমালোচকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন এমন বিতর্ক তোলে উল্টো তার গানটির প্রচারণা চালাতে সাহায্য করায়।
টুইটারে আজালিয়া লিখেন, 'আমার প্রতি যারা এভাবে ভালোবাসা জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ নিজেদের সময় আমার পেছনে ব্যয় এবং আমাকে প্রচারণা কাজে সাহায্য করার জন্য। ভালোবাসা নেবেন!'
এদিকে, ওই ভিডিও প্রসঙ্গে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, আজকালকার দিনে তারকারা ইচ্ছে করেই নিজেদের কালো মুখে হাজির করেন। তারা এটি করেন স্রেফ সামাজিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার লোভে।
আরেকজন লিখেছেন, 'দয়া করে কেউ কি ইগি আজালিয়াকে বলে দেবেন, তিনি কৃষ্ণাঙ্গ নন?'
এদিকে, শুধু সমালোচকদেরই নন, বরং সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন তর্ক-বিতর্কে আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করা এই তারকা।
আজালিয়ার আসল নাম অ্যামেথিস্ট অ্যামেলিয়া কেলি। গত বছরের জুনে তিনি মা হন; যদিও গর্ভধারণের খবর এর আগ পর্যন্ত চেপে রেখেছিলেন। এ নিয়েও সামাজিক যোগাযোগ মধ্যম ও বিনোদনমূলক গণ মাধ্যমে কম আলোচনা-সমালোচনা হয়নি!
-
সূত্র: স্কাই নিউজ