‘হলিউড ওয়াক অব ফেম’-এ নাম উঠবে ড্যানিয়েল ক্রেইগের
সদ্যই মুক্তি পেয়েছে ড্যানিয়েল ক্রেইগ অভিনীত শেষ জেমস বন্ড চলচ্চিত্র। আর এরইমধ্যে হলিউড জগতের অন্যতম এক সম্মানে ভূষিত হওয়ার খবর পেলেন ক্রেইগ। লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত পর্যটন আকর্ষণ হলিউড ওয়াক অব ফেমে একটি তারকা রাখা হবে বন্ড তারকার নামে।
৫৩ বছর বয়সী ক্রেইগ হবেন ওয়াক অব ফেমে জায়গা পাওয়া সর্বশেষ অভিনেতা।
ক্রেইগের তারকা সংখ্যা জানানো হয়েছে '২৭০৪'। আগামী ৬ অক্টোবর একটি অনুষ্ঠানের মাধ্যমে এটি ক্রেইগকে উৎসর্গ করা হবে, জানিয়েছে হলিউড চেম্বার অব কমার্স।
ক্রেইগের 'স্টার' বা তারকাটি জায়গা পাবে ৭০০৭ হলিউড বুলেভার্দে। অভিনেতার বিখ্যাত চরিত্র জেমস বন্ড জিরো জিরো সেভেনে'র সঙ্গে মিল রাখতেই এই ব্যবস্থা।
সাবেক বন্ড অভিনেতা রজার মুরের তারকার পাশেই বসবে ক্রেইগের তারকাটি।
হলিউড ওয়াক অব ফেমের পরিচালক আনা মার্তিনেজ বলেন, 'ড্যানিয়েল ক্রেইগ পাঁচটি বন্ড চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিখ্যাত এজেন্ট জেমস বন্ড হিসেবে তিনি একজন ব্রিটিশ কালচারাল আইকন। আমরা আরেক জেমস বন্ড রজার মুরের পাশে ক্রেইগের তারকা দেখতে দারুণ উৎসাহী। ভক্তরাও তাদের তারকা দুটি পাশাপাশি দেখে আনন্দ পাবেন।'
এই মুহূর্তে নিজের শেষ বন্ড চলচ্চিত্র, 'নো টাইম টু ডাই'র প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ড্যানিয়েল ক্রেইগ। মুক্তির এক সপ্তাহ পার হওয়ার আগেই একাধিক ফাইভ স্টার রিভিউ ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ছবিটি। ফলে, বন্ড হিসেবে ক্রেইগের সুনাম আরও বেড়ে গেছে।
মুক্তির মাত্র দুদিনের মধ্যে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি ও ডেনমার্কের বাজার মিলিয়ে ২২ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে 'নো টাইম টু ডাই'। যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটি মুক্তি পাবে আগামী ৮ অক্টোবর।
বলে রাখা ভালো, হলিউড ওয়াক অব ফেমে প্রথম তারকা যুক্ত হয় ১৯৫৮ সালে। প্রতিটি তারকার জন্য ৫০ হাজার ডলার করে খরচ হয়। এর মধ্যে তারকা তৈরি, বসানো এবং রক্ষণাবেক্ষণ খরচ অন্তর্ভুক্ত।
-
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট