বিচ্ছেদের ১০ বছর পর স্ত্রীর কাছে ফিরলেন ইমতিয়াজ আলী
'জাব উই মেট', 'লাভ আজ কাল' থেকে শুরু করে 'হাইওয়ে' কিংবা 'তামাশা', পর্দায় ইমতিয়াজ আলীর সিনেমা মানেই প্রেম, মুগ্ধতা আর সেই প্রেমের ছোঁয়ায় পাল্টে যাওয়া জীবনের প্রতিচ্ছবি! কিন্তু এতকাল রূপালি পর্দায় দেখানো সেসব কাহিনী যে পরিচালকের নিজের জীবনেই বাস্তব হয়ে ফিরে আসবে তা কে জানতো! সম্প্রতি এক দশক আগে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগিয়ে আবারও সংসারে ফিরে এসেছেন বলিউডের এই পরিচালক।
১৯৯৫ সালে প্রীতি আলীকে বিয়ে করেন বলিউড চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী। কিন্তু খুব বেশিদিন টেকেনি সে ই সম্পর্ক। অনেক ঝড়ঝাপ্টা পেরোনোর পর ২০১২ সালে দুজনের পথ আলাদা হয়ে যায়। কিন্তু ভালবাসার টান যে অটুট! ২০২০ সালের মার্চে করোনা মহামারির দিনগুলোয় স্ত্রীর জন্য দুশ্চিন্তা করেই দিন কেটেছিল ইমতিয়াজ আলীর। করোনার কঠিন দিনগুলো পেরিয়ে কিছুদিন আগে বিদেশ থেকে ফিরিয়ে আনেন মেয়ে ইদাকেও।
তারপরেই পাল্টে গেল সবকিছু। পর পর দুই ছুটিতে ভ্রমণে গিয়েছেন পরিবার নিয়ে। ইদাকে নিয়ে গত জানুয়ারিতে ইমতিয়াজ-প্রীতি ঘুরে আসেন মালদ্বীপ। গত জুন মাসেই কয়েকজন আত্মীয়কে সাথে নিয়ে তিনজনে গিয়েছিলেন কেরালা। আর সেখানেই এতদিনের জমাট বাঁধা মান-অভিমানের বরফ গলে পানি! প্রায় এক মাস আগে ইমতিয়াজ-প্রীতি সিদ্ধান্ত নেন, আবারও স্বামী-স্ত্রী হিসেবে নতুন করে সংসার সাজাবেন তারা।
পর্দায় প্রেমের সংজ্ঞা বদলে দেওয়া ইমতিয়াজ আলীর বাস্তব জীবনের এমন অপূর্ব প্রত্যাবর্তনের গল্পে নিঃসন্দেহে খুশি হয়েছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ার মন্তব্যেও তার প্রতিফলন দেখা গেছে। চলচ্চিত্র পরিচালক ইমতিয়াজ তার নিজের জীবনের বাকিটা কিভাবে পরিচালনা করেন, সেটাই এবার দেখার অপেক্ষা!
সূত্র: ইন্ডিয়া টিভি নিউজ