ডেপের কারণে ৪৭-৫০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে অ্যাম্বার হার্ডের: অভিনেত্রীর আইনি দলের দাবি!
হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানি মামলা ইতোমধ্যেই বিশ্বব্যাপী তুমুল আলোচিত। সম্প্রতি এই মামলা সংক্রান্ত ৬০০০ পৃষ্ঠার আইনি নথিপত্র প্রকাশ করা হয়েছে। আর সেখান থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য! ফলে আবারও নড়েচড়ে বসেছে গণমাধ্যমগুলো ও নেটিজেনরা। সর্বশেষ দ্য ডেইলি বিস্ট এর প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রি-ট্রায়ালে অ্যাম্বার হার্ডের আইনি দল দাবি করেছিল- জনি ডেপের মানহানিকর মন্তব্যের কারণে অভিনেত্রীর ৪৭-৫০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে!'
অ্যাম্বার হার্ডের আইনি দলের ভাষ্যে, জনি ডেপ অ্যাম্বার হার্ডকে নিয়ে বিভিন্ন সময়ে যেসব মানহানিকর মন্তব্য করেছেন, তার ফলে ৩-৫ বছরের ব্যবধানে 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রীর ৪৭-৫০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। তারা আরো দাবি করেন, অ্যাম্বার হার্ড জেসন মোমোয়া, গাল গ্যাডট, জেনডায়া, আনা ডি আর্মাস ও ক্রিস পাইনের সমপর্যায়ের তারকা ছিলেন। কিন্তু জনি ডেপের কারণে তার সেই সুনাম ক্ষুণ্ণ হয়েছে।
এখানেই শেষ নয়, আদালতের নথি থেকে আরো জানা গেছে, অ্যাম্বার হার্ড স্বেচ্ছায় মিলিয়ন মিলিয়ন ডলার নিজের পকেটে নেওয়ার সুযোগ থেকে সরে এসেছেন। 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিরিজের পঞ্চম সিনেমা থেকে ডেপ যা আয় করেছিলেন, তার অর্ধেক অংশ অ্যাম্বার হার্ডের প্রাপ্য ছিল। কারণ এই সাবেক জুটির বিয়ের সময়টায় এই সিনেমার শুটিং হয়েছিল। তাই এটি অনেকটা যৌথ সম্পদ বলে বিবেচিত হয়।
দ্য ডেইলি বিস্ট এর প্রতিবেদনে বলা হয়, 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' সিরিজের চতুর্থ সিনেমা থেকে ডেপ ৩৩ মিলিয়ন ডলার আয় করেছিলেন, তাই পঞ্চম ছবিটি থেকেও এর সমপরিমাণ বা বেশিই আয় করে থাকবেন তিনি। কিন্তু ডেপের সাথে বিচ্ছেদের প্রক্রিয়া চলাকালীন সিনেমা থেকে পাওয়া সেই টাকা নিতে অস্বীকৃতি জানান হার্ড। সে কারণে মানহানি মামলার শুনানিতে এ বিষয়টি অন্তর্ভুক্তই করা হয়নি।
এদিকে ডেপের আইনজীবিরা এই মামলায় মেরিলিন ম্যানসনের নাম না জড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছে বলেও আদালতের নথি থেকে জানা গেছে। কারণ এতে করে মামলার সঙ্গে অন্য কাউকে জড়িয়ে ফেলার অপরাধে অভিযুক্ত হতেন ডেপ।
অন্যদিকে, হার্ডের আইনি দল বিচারকের কাছে আর্জি জানিয়েছিল যেন বেশকিছু বিষয় ডেপের আইনজীবিরা আদালতে না তোলেন। অভিনেত্রীর আইনি দলের পক্ষ থেকে দাবি করা হয়, ডেপের আইনজীবিরা এমন কিছু প্রমাণ উপস্থাপন করতে চান যেখানে অ্যাম্বার হার্ডের নগ্ন ছবি, তার বোন হুইটনির রিয়েলিটি শো এর ভিডিও, হুইটনি ও অ্যাম্বারের অতীতের প্রেমের সম্পর্ক এবং ডেপের সাথে পরিচয় হওয়ার অনেক আগে অ্যাম্বার হার্ডের নৃত্যশিল্পীর পেশার কথা উঠে আসবে।
গত ১ জুন ডেপ-হার্ড মানহানি মামলার শুনানি শেষ হয়েছে। মামলার রায়ে জুরি অ্যাম্বার হার্ডকে নির্দেশ দেন ডেপকে ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে, যদিও ভার্জিনিয়ার আইনের কারণে তা কমে ১০.৩৫ মিলিয়ন ডলারে দাঁড়ায়। অন্যদিকে, ডেপকে নির্দেশ দেওয়া হয় অ্যাম্বার হার্ডকে ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে। যদিও বিচারকদের রায় ডেপের পক্ষেই গিয়েছে বেশি, কিন্তু আদালতে এও প্রমাণ হয় যে অ্যাম্বার হার্ডের অভিযোগের বিরুদ্ধে লড়তে গিয়ে ডেপ নিজেও অভিনেত্রীকে অবমাননাকর মন্তব্য করেছেন। সম্প্রতি এ মামলার পুনরায় শুনানি চেয়ে আদালতে আবেদন করেছিলেন অ্যাম্বার হার্ড।
সূত্র: ভ্যারাইটি, দ্য ডেইলি বিস্ট