তেহরানে মিললো 'নকল' জনি ডেপ, ভিডিও ভাইরাল!
হলিউড অভিনেতা জনি ডেপের মতো দেখতে এক ইরানী নাগরিকের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে ইরানের গণমাধ্যমে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ডেপের মতো দেখতে ওই ব্যক্তির নাম আমিন সালেস এবং পেশায় তিনি একজন মডেল।
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' অভিনেতার সঙ্গে চেহারার মিল থাকায় রাতারাতি ইন্টারনেট জগতে খ্যাতি পেয়ে গেছেন আমিন সালেস। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের বাসিন্দা আমিন স্থানীয় কিছু এজেন্সির সঙ্গে মডেলিং এর কাজ করেন।
এদিকে 'নকল' ডেপের খোঁজ পেয়ে দারুণ উত্তেজনায় হলিউড অভিনেতার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ইরানি মডেলের ছবি-ভিডিও শেয়ার করতে দেখা গেছে মার্কিন অভিনেতার ভক্তদের।
সূত্র: জিও টিভি