চুক্তিভঙ্গের অভিযোগে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করছেন ‘দিন দ্য ডে’র পরিচালক
'দিন দ্য ডে'র প্রধান অভিনেতা অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক মুর্তজা আতাশজমজম।
এই ইরানি পরিচালক নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি পোস্টে লিখেছেন, 'অনন্ত জলিল তিনি আমাদের চুক্তি ও শর্ত ভঙ্গ করেছেন। যে বিষয়গুলো নিয়ে আমরা একমত হয়েছিলাম, প্রতিশ্রুতি অনুযায়ী তিনি তার কোনোকিছুর দায়ভার নেননি।'
আতাশজমজম আরও লিখেছেন, তিনিই মূল ও প্রধান প্রযোজক হওয়া সত্ত্বেও অনন্ত জলিল তার কাছ থেকে অর্ধেক-সম্পন্ন সিনেমা কেড়ে নিয়ে নিজের মতো করে, নিজের বিষয়বস্তু দিয়ে যেভাবে খুশি সেভাবে সিনেমা নির্মাণ চালিয়ে গেছেন।
ইরানি এই পরিচালক আরও লিখেছেন, 'আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, বাঙালিদের সম্মান দেখিয়ে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাব।' কিন্তু সমাধানে পৌঁছাতে না পারায় তার সামনে এখন তেহরানের আদালতে অনন্ত জলিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ছাড়া আর কোনো উপায় নেই বলে লিখেছেন আতাশজমজম।
ইনস্টাগ্রাম পোস্টে আতাশজামজাম আরও লিখেছেন, 'বাংলাদেশের সঙ্গে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কারণ ছিল ইরানি ও বাংলাদেশিদের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করা, বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ সংস্কৃতি বিনিময় করা এবং পরস্পরকে আরও ভালোভাবে জানা। কারণ আমি বিশ্বাস করি শিল্পই একমাত্র সর্বজনীন ভাষা যা সীমানা ভেঙে দেয়।'
'দিন দ্য ডে'র পরিচালক অভিযোগ করেন, প্রাথমিকভাবে অনন্ত জলিলের সঙ্গে করা পরিকল্পনামাফিক কিছুই হয়নি।
আগামীতে চলচ্চিত্রটির মূল চুক্তিপত্র ও বাজেট প্রকাশ করবেন জানিয়ে আতাশজমজম লেখেন, 'গত চার বছরে আমি অনন্তকে অনেকবার বলেছি যে ইরানি টিমের কাছে তার ঋণ শোধের সময় এসেছে। ছবি থেকে যেন ইরানি টিমের নাম সরিয়ে দেয়, তা-ও বলেছি। কিন্তু তিনি কখনও প্রতিশ্রুতি রক্ষা করেননি।'
উল্লেখ্য, ১০০ কোটি টাকা বাজেটের চলচ্চিত্রটি গত ১০ জুলাই মুক্তি পায়।