অল্পবয়সী ও লম্বা অভিনেতা খোঁজা হচ্ছে 'জেমস বন্ড' চরিত্রের জন্য!
গত দুই দশকে একাধিক জেমস বন্ড চলচ্চিত্রে অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন ইংরেজ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। বয়স যখন চল্লিশের কোঠায়, তখনো রূপালি পর্দায় ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট 'জেমস বন্ড জিরো জিরো সেভেন' রূপে দেখা গেছে ক্রেইগকে। কিন্তু ক্রেইগের বিদায়ের পর কে হবে নতুন জেমস বন্ড, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। এরই মধ্যে বন্ড ফ্র্যাঞ্চাইজির প্রযোজন বারবারা ব্রকোলি জানিয়েছেন, পরবর্তী চলচ্চিত্রে একেবারেই নতুন রূপে হাজির করা হবে এই চরিত্রটিকে।
কিন্তু এই 'নতুন রূপ' বলতে কী বুঝানো হচ্ছে? ক্রেইগের চাইতেও নিখুত জেমস বন্ড খুঁজছেন প্রযোজকরা? আইজিএন-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, নতুন জেমস বন্ড খোঁজার ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এবার প্রযোজকদের উদ্দেশ্য হলো, ক্রেইগের চাইতেও বেশি সময় জেমস বন্ডকে ধরে রাখা! অর্থাৎ, বিখ্যাত এই চরিত্রটির জন্য আরও তরুণ অভিনেতা খুঁজছেন তারা।
প্রাথমিকভাবে, বন্ড ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ৩০-৩১ বছর বয়সী অভিনেতা চাওয়া হয়েছিল। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- উচ্চতা। নতুন জেমস বন্ডকে হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চির বেশি লম্বা। বয়স ও উচ্চতা- এই দুটি শর্তের কোনো নড়চড় হবে না বলেও জানিয়ে দিয়েছে তারা।
আর এসব শর্তের কারণেই বন্ড চরিত্রে আগ্রহীর তালিকাটা সংক্ষিপ্ত হয়ে এসেছে। তবে ভক্তরা এখনো নিজেদের পছন্দসই অভিনেতার খবর জানান দিয়েই যাচ্ছেন এই চরিত্রের জন্য। এদের মধ্যে রয়েছেন টম হার্ডি, জেমস নরটন, ইদ্রিস এলবা, রিচার্ড ম্যাডেন, কিলিয়ান মার্ফি ও জ্যাক লোডেনের মতো তারকারা। পরবর্তী জেমস বন্ড হবার জন্য এদের সবার নামই উচ্চারিত হচ্ছে, নানা রকম গুঞ্জনও তৈরি হয়েছে।
তবে এখনো পর্যন্ত প্রযোজক বারবারা ব্রকোলি শুধু এটাই জানিয়েছেন যে পরবর্তী জেমস বন্ড হবেন অবশ্যই একজন পুরুষ এবং তার জাত-বর্ণ এখানে মূখ্য নয়। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাহলে পাঠকের উপরেই ছেড়ে দেওয়া হোক- কাকে দেখতে চান আপনি 'জেমস বন্ড হিসেবে?
সূত্র: মার্কা