'জেমস বন্ড'কে টেক্কা দিয়ে নতুন বন্ড ফ্র্যাঞ্চাইজি শুরু করতে চেয়েছিলেন পিয়ার্স ব্রসনান!
জেমস বন্ড চলচ্চিত্রের ৬০ বছরের ইতিহাসে 'প্রতিদ্বন্দ্বিতা' নতুন কিছু নয়। জেমস বন্ডের আকাশচুম্বী খ্যাতিকে পরাজিত করে নতুন গোয়েন্দা চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছেন অনেকেই, কিন্তু তাতে লাভ হয়নি। ব্রিটিশ সিক্রেট সার্ভিস এজেন্ট জেমস বন্ড জিরো জিরো সেভেনের আবেদন ও জৌলুস এক চুলও কমেনি। কিন্তু যদি বলি, বিখ্যাত এই চরিত্রটির সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চেয়েছিলেন খোদ একজন 'জেমস বন্ড'রূপী অভিনেতা! বিশ্বাসযোগ্য না হলেও এটাই সত্যি; আর সেই অভিনেতার নাম পিয়ার্স ব্রসনান।
জেমস বন্ডকে টেক্কা দিয়ে নতুন বন্ড ফ্র্যাঞ্চাইজি চালুর পরিকল্পনা করেছিলেন ব্রসনান। কিন্তু অবাক ব্যাপার হলো, এসব জানা সত্ত্বেও তাকে জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করতে দেওয়া হয়েছিল
বন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রযোজক কেভিন ম্যাকক্লোরি ও ইওন প্রোডাকশনের মধ্যকার দ্বন্দ্ব সবচেয়ে বিখ্যাত। তাদের এই দ্বন্দ্বের ফলে 'স্পেকট্রা' নিয়েও জটিলতা সৃষ্টি হয়। আর এই দ্বন্দ্বের মূল হোতা হিসেবে জড়িয়ে পড়েন পিয়ার্স ব্রসনান।
জানা যায়, পিয়ার্স ব্রসনান নিজেই 'নেভার সে নেভার অ্যাগেইন' নির্মাণ করতে চেয়েছিলেন এবং নিজেই সেখানে কমান্ডার বন্ডের ভূমিকায় থাকতে চেয়েছিলেন। আর যদি তা হতো, তাহলে বন্ড চলচ্চিত্রে পিয়ার্স ব্রসনান অধ্যায়টি একেবারেই নতুন করে লিখতে হতো!
কেন পিয়ার্স ব্রসনানের এই ইচ্ছা একটি বিস্ময়কর ব্যাপার? কারণ রজার মুর বন্ড চরিত্রটি ছেড়ে দেওয়ার পর 'দ্য লিভিং ডে লাইট' সিনেমার জন্য ব্রসনানই ছিলেন প্রথম পছন্দ। তখন যদি তাকে আনা হতো তাহলে আরও অনেক আগেই তাকে এই বিখ্যাত গোয়েন্দা চরিত্রটিতে দেখতে পেতো দর্শকরা। তাই এমন জনপ্রিয়তার অবস্থানে থেকে ভবিষ্যতের বসকে রাগিয়ে দিয়ে যে লাভ নেই, তা নিশ্চয়ই ব্রসনান জানতেন! তারপরেও তিনি কেন নতুন ফ্র্যাঞ্চাইজি খোলের প্রতিদ্বন্দ্বিতায় নামতে চেয়েছিলেন তা একটি বড় প্রশ্নবোধক চিহ্ন।
সূত্র: সিনেমা ব্লেন্ড