নিজের বিখ্যাত লেয়ারকাট চুলের স্টাইল ফিরিয়ে আনলেন জেনিফার অ্যানিস্টন!
আমেরিকান সিটকম 'ফ্রেন্ডস' যারা দেখেছেন, তারা নিশ্চয়ই র্যাচেল চরিত্রটিকে ভুলতে পারেননি। এ চরিত্রে অভিনয় করেছিলেন জেনিফার অ্যানিস্টন। অভিনয় ও অন্য সবকিছুর পাশাপাশি র্যাচেলের সুন্দর লেয়ারকাট চুলের স্টাইল দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছিল। সেই থেকেই আধুনিক লেয়ারকাট হেয়ারস্টাইলের জনপ্রিয়তা শুরু। সম্প্রতি নিজের সেই বিখ্যাত হেয়ারকাট ফিরিয়ে এনেছেন জেনিফার অ্যানিস্টন।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজস্ব হেয়ারকেয়ার ব্র্যান্ড লোলাভিয়ে নিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে এই তারকাকে। তবে নব্বইয়ের দশকে জেনিফারের এই বিখ্যাত হেয়ারকাটের পেছনে যে তার দীর্ঘদিনের হেয়ার কোলাবরেটর ক্রিস ম্যাকমিলানের যত্নের হাত লুকিয়ে ছিল তাতে কোনো সন্দেহ নেই। এ ধরনের লেয়ার হেয়ারকাটে খুব বেশি স্টাইলিং এর প্রয়োজনও পড়ে না, বরং সাধারণ কিছু প্রসাধনী ব্যবহার করেই চুলের সৌন্দর্য্য বজায় রাখা যায়।
পর্দার 'র্যাচেল'র চুলের স্টাইলিস্ট গত জুনে বলেছিলেন, "জেনিফার তার নিজ ব্র্যান্ড লোলাভিয়ে'র গ্লসিং ডিট্যাঙ্গলার ব্যবহার করে চুলের প্রাকৃতিক বিন্যাস বজায় রাখেন। শুধু চুল ধুয়ে-শুকিয়েই যেন সুন্দরভাবে সাজাতে পারেন, তার জন্য দরকার একটা ভালো চুলের কাট।"
তবে প্রিয় 'ফ্রেন্ডস' তারকার মতো আপনিও কিন্তু নিজের চুলে লেয়ার কাট দিতে পারেন। কিন্ত তার আগে ঠিক করতে হবে আপনি কী চান। চুলে বেশি ঘনত্ব? সহজেই স্টাইল করতে পারবেন এমন চুল? নাকি চুলের বিন্যাস সুন্দর রাখতে চান? ল্যারি কিং স্যালনের আন্দ্রে ওয়াইল্ড জানান, "কোনোভাবেই চুলে অতিরিক্ত লেয়ার করা যাবে না, কারণ এতে সামনে চুল অনেক পাতলা হয়ে যেতে পারে।"
সূত্র: হার্পার্স বাজার