জনি ডেপের চেয়ে নিজের আইনজীবীদের কাছে ঋণের পরিমাণ বেশি অ্যাম্বার হার্ডের!
সদ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। মানহানি মামলার আলোচনা-সমালোচনা কাটিয়ে স্পেনের পালমা দে মায়োর্কায় বান্ধবী ও নিজের মেয়েকে নিয়ে ছুটি কাটাতে দেখা গেছে তাকে। কিন্তু গণমাধ্যমের খবর, বাস্তবে অ্যাম্বার হার্ডের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে প্রাক্তন স্বামী জনি ডেপের চাইতে নিজের আইনজীবীদের কাছে তার ঋণের পরিমাণ বেশি!
ভার্জিনিয়ার আদালতে মানহানি মামলার রায়ে কার্যত পরাজয় ঘটে 'অ্যাকুয়াম্যান' অভিনেত্রীর। ক্ষতিপূরণ হিসেবে ডেপকে ১০ মিলিয়ন ডলার দেওয়ার জন্য অ্যাম্বার হার্ডকে নির্দেশ দেন আদালত। সেই সাথে ডেপকেও নির্দেশ দেওয়া হয় অ্যাম্বারকে ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য।
কিন্তু রায় ঘোষণার কিছুদিনের মধ্যেই অ্যাম্বার হার্ড জানিয়ে দেন, ডেপকে ক্ষতিপূরণের টাকা দেওয়ার সামর্থ্য তার নেই এবং তিনি পুনরায় শুনানির আবেদন করেন।
কিন্তু ডেপের সাথে মামলা চালিয়ে নেওয়ার জন্যে আইনজীবীদেরকেও মোটা অংকের টাকা দিতে হবে অ্যাম্বার হার্ডের। স্প্যানিশ দৈনিক 'মার্কা'র খবর, এই মুহুর্তে নিজের আইনজীবীদের টাকাও শোধ করতে পারছেন না অভিনেত্রী!
আইনজীবীরা অ্যাম্বার হার্ডের কাছে কত টাকা পাওনা?
জনি ডেপ তার প্রাক্তন স্ত্রীর কাছে ১০ মিলিয়ন ডলার পাওনা থাকলেও, অ্যাম্বার হার্ডের আইনজীবীরা তার কাছে পান প্রায় ১৫ মিলিয়ন ডলার!
এছাড়াও, একাধিক ইনস্যুরেন্স কোম্পানি, যেমন- টারভেলারস কমার্শিয়াল ইনস্যুরেন্স কোম্পানি এবং নিউইয়র্ক মেরিন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি অ্যাম্বার হার্ডের কাছে টাকা পাওনা। এ প্রতিষ্ঠানগুলো মানহানি মামলায় হস্তক্ষেপ করলেও, এই মুহূর্তে তারা অভিনেত্রীর ব্যয় বহন করতে অস্বীকৃতি জানিয়েছে।
অ্যাম্বার হার্ডের আইনজীবী কারা?
মামলায় হেরে যাওয়ার পর পুরনো আইনজীবীদের বরখাস্ত করে নতুন আইনজীবী ডেভিড এক্সেলরড এবং জে ওয়ার্ড ব্রাউনকে এই মামলায় অ্যাটর্নি হিসেবে নিয়োগ দিয়েছেন অ্যাম্বার হার্ড।
ইনস্যুরেন্সের মাধ্যমে কিছু ব্যয় এড়ানো সম্ভব হলেও, তা খুবই যৎসামান্য। জানা গেছে, একটি ইনস্যুরেন্সের মাধ্যমে মাত্র ৫ লাখ ডলার খরচ পুষিয়ে নিতে পেরেছেন অ্যাম্বার হার্ড, যা ১৫ মিলিয়ন ডলারের তুলনায় খুবই সামান্য।
তবে আপাতত খবর, যুক্তরাষ্ট্রে নিজের একটি সম্পত্তি বিক্রি করে দিতে চাইছেন অ্যাম্বার হার্ড। কিন্তু তা করলেও, প্রাক্তন স্বামী এবং আইনজীবীদের ঋণের খুব কম অংশই শোধ করতে পারবেন অভিনেত্রী!
সূত্র: মার্কা