অস্কারে থাপ্পড়-বিতর্কের পর প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে উইল স্মিথের
অস্কারের মঞ্চে কমেডিয়ান-উপস্থাপক ক্রিস রককে থাপ্পড় মেরে তীব্র সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। এরপরে অনেক জল ঘোলা হয়েছে, একাডেমী থেকে পদত্যাগ করেছেন 'পারস্যুট অব দ্য হ্যাপিনেস' তারকা, এমনকি অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধও করা হয়েছে তাকে। গত মার্চে থাপ্পড়-বিতর্কের নয় মাস পর আবারও নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন উইল স্মিথ। আসছে ডিসেম্বরে মুক্তি পাবে উইল স্মিথ অভিনীত চলচ্চিত্র 'এমানসিপেশন'।
আর এই ছবি মুক্তির মাধ্যমে পরের বছর আবারও অস্কারে যেতে পারবে উইল স্মিথ অভিনীত ছবিটি। গেল সোমবার ছবির ডিস্ট্রিবিউটর অ্যাপল ইনকর্পোরেশন 'এমানসিপেশন' মুক্তির সময় ঘোষণা করে।
জানা গেছে, দাসত্ব ছেড়ে পালিয়ে এসেছেন এমন একজন মানুষের গল্প বলবে 'এমানসিপেশন'। অস্কারে ক্রিস রককে থাপ্পড়ের ঘটনার আগেই শেষ হয়েছিল এই ছবির শ্যুটিং। কিন্তু এতদিন যাবত ছবি মুক্তির তারিখ নিয়ে সংশয় ছিল।
এদিকে অস্কারে উইল স্মিথকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হলেও, অস্কারের জন্য মনোনয়ন পাওয়া ও পুরস্কার জেতার পথ এখনো খোলা তার জন্য।
স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে রসিকতা করায় ৯৪তম অস্কারের মঞ্চে ক্রিস রককে থাপ্পড় মারেন উইল স্মিথ। যদিও পরবর্তীতে এর জন্য ক্রিস রক, তার পরিবার ও একাডেমির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন অভিনেতা।
ক্রিস রককে থাপ্পড় মারার এক ঘণ্টা পরেই 'কিং রিচার্ড' চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার জেতেন উইল স্মিথ।
আগামী ২ ডিসেম্বর থেকে এক সপ্তাহ সিনেমা হলে চলবে 'এমানসিপেশন'। এরপর ৯ ডিসেম্বর অ্যাপল টিভি প্লাসে মুক্তি দেওয়া হবে এই ছবি।
হার্পার'স উইকলিতে ১৮৬৩ সালে জনৈক ব্যক্তির দাস হিসেবে থাকাবস্থায় চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত পিঠের ছবি প্রকাশিত হয়। এরপরেই ঐ ব্যক্ত 'হুইপড পিটার' নামে পরিচিতি পান। তার জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে 'এমানসিপেশন'।
সূত্র: রয়টার্স