কাতার বিশ্বকাপের থিম সংয়ে নোরা ফাতেহি
জেনিফার লোপেজ, শাকিরার পর এবার নোরা ফাতেহি। এই প্রথম ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার পারদ চড়াবেন এক ভারতীয় তারকা।
নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এর থিম গানের ভিডিওতে আত্মপ্রকাশ করবেন। ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন নোরা। হিন্দি ভাষায় গান গাইবেন নোরা; একইসাথে দেখা যাবে নৃত্য পরিবেশনা করতেও। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার।
ফিফার গানটি প্রযোজনা করছে 'রেডওয়ান'; যারা শাকিরার 'ওয়াকা ওয়াকা' কিংবা 'লা লা লা' গানগুলো প্রযোজনা করেছিল।
এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা, পিটবুলের মতো তারকারা। এবার সেই তালিকায় যোগ হচ্ছে নোরার নাম।
মরোক্কান-কানাডীয়ান এ মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী বহু বছর ধরেই বাস করছেন ভারতে। বলিউডের পাশাপাশি বিভিন্ন রিয়্যালিটি শো-তেও প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছে তাকে।