বিয়ে করলেন প্রীতম-শাহতাজ
এসময়ের জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও ইনফ্লুয়েন্সার শাহতাজ মুনিরা হাশেমকে বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান। গতকাল শুক্রবার শ্রীমঙ্গলের একটি হোটেলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অভিনেত্রী ও মডেল সুনেরাহ কামাল বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে কিছু ছবি পোস্ট করেন যা থেকে বোঝা যায় যে এটি ছিল শাহতাজ ও প্রীতমের 'মেহেদী' অনুষ্ঠান।
শ্রীমঙ্গলে প্রাকৃতিক সৌন্দর্য্যের মধ্যে ছিমছাম আয়োজনে বিয়েটা সেরেছেন প্রীতম-শাহতাজ জুটি। বিয়ের দিন প্রীতমের পরনে ছিল সাদা পাঞ্জাবি, শাহতাজ পরেছিলেন ঝলমলে গোলাপি লেহেঙ্গা।
২০১৬ সাল প্রথম 'জাদুকর' গানের মিউজিক ভিডিওতে একসাথে কাজ করেছিলেন প্রীতম-শাহতাজ। এদিকে, প্রীতমও ২০১৬ সাল থেকেই গায়ক ও প্রযোজকের ভূমিকায় কাজ করছেন।
শোবিজ জগতে বিভিন্ন নাটক-টেলিফিল্মে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন শাহতাজ। এই জুটির বিয়েতে উপস্থিত ছিলেন জেফার, নুহাশ হুমায়ূন, হৃদি শেখের মতো তারকা বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা।