'কারাগার'-এর দ্বিতীয় সিজন আসছে ১৫ ডিসেম্বর
গত ১৯ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ 'কারাগার'। কারাগারে বন্দী রহস্যময় এক কয়েদীর ভূমিকায় অভিনয় করে দেশজুড়েই হইচই ফেলে দেন খ্যাতিমান এ অভিনেতা। সিরিজের প্রথম সিজন যেমন তুমুল জনপ্রিয়তা পেয়েছে, তেমনই চঞ্চল চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ দর্শক-সমালোচকরা।
রহস্য-থ্রিলার ঘরানার এই সিরিজ মুক্তি পাওয়ার পর থেকেই এটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সবার মুখে এতদিন শুধু একটাই প্রশ্ন ছিল- কবে আসবে 'কারাগার' এর দ্বিতীয় সিজন। অবশেষে সুখবর দেয়া হলো ভক্তদের। 'কারাগার পার্ট-২' মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৫ ডিসেম্বর।
'কারাগার' সিরিজে রহস্যজনক এক আসামিকে দেখে চমকে ওঠে দু'বাংলার দর্শক। তার দাঁতে কালো ছোপ। মারের চোটে চোখ ফুলে লাল টকটকে। গায়ে কালশিটের দাগ। কথাও বলতে পারছেন না। ইশারায় বোঝান তিনি মীরজাফরের খুনি। আড়াইশো বছর ধরে তিনি বেঁচে আছেন এবং কারাগারে বন্দী! কিন্তু তা কিভাবে সম্ভব? সেই রহস্য জিইয়ে রেখেই শেষ হয় কারাগারের প্রথম সিজন।
তবে দ্বিতীয় সিজনে কী সেই রহস্যের উন্মোচন হবে নাকি নতুন কিছু অপেক্ষা করছে দর্শকদের জন্য? এসব প্রশ্নের উত্তর নিয়েই আসছে 'কারাগার পার্ট-২'। দ্বিতীয় সিজনে গল্প আরও জমে উঠবে, জানিয়েছিলেন চঞ্চল চৌধুরী নিজেই!