ভিকি-ক্যাটরিনার বিয়েতে ‘জুতো চুরি’ নিয়ে ঝামেলা! কী ঘটেছিল বিয়ের দিন?
বছর দুয়েক প্রেমের পর গেল বছর বিয়ের পিঁড়িতে বসেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। স্বামী-স্ত্রী হয়ে প্রায় এক বছর পার করতে চললেন ভিকি-ক্যাট। সম্প্রতি ক্যাটরিনা তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ফোন ভূত'-এর প্রচারে 'কপিল শর্মা শো'-তে আসেন। সেখানেই জানান, তাদের বিয়ের দিন নাকি দুই পরিবারের মধ্যে একেবারে ধুন্ধুমার কান্ড ঘটে। কিন্তু আসলে কী হয়েছিল এই জুটির বিয়েতে?
বিয়েতে জুতো চুরির মজার রীতি নিয়ে কনের বোনদের যেমন আগ্রহ থাকে, তেমনই ছেলের জুতো আগলে রাখতে চায় পাত্রপক্ষ। ক্যাটরিনার বিয়েতে যত গন্ডগোল এই জুতো চুরি নিয়ে। ক্যাটরিনার সাত বোন। অন্যদিকে ভিকির নিজের ভাই একজন হলেও বন্ধুর সংখ্যা কম নয়। ক্যাটরিনা বলেন, ''আমি বিয়ের পর দেখি আমার বোনেরা ও ভিকির ভাই-বন্ধুরা দু'পক্ষ জুতো নিয়ে টানাটানি করছে। সে যেন এক হইহই কান্ড!''
ক্যাটরিনার কথা শুনে অর্চনা পূরণ সিং কৌতূহলবশত জিজ্ঞেস করেন, এই জুতো টানাটানিতে শেষমেশ জিতল কোন পক্ষ? ক্যাটরিনা তার নিজস্ব ভঙ্গিতে জবাব দেন, ''আমি জানিনা, আর জানতেও চাইনি। আমি বিয়েটা নিয়ে ব্যস্ত ছিলাম।''
গত বছরের ৯ ডিসেম্বর বিয়ে করেছেন এই জুটি। খুব শীঘ্রই নিজেদের প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন তারা।
যদিও 'ফোন ভূত' ছবিটি বক্স অফিসে খুব ভালো ব্যবসা করতে পারেনি, তবে সামনে মুক্তি পেতে চলেছে ক্যাটরিনার বেশ কয়েকটি ছবি। বিজয় সেতুপতির বিপরীতে 'মেরি ক্রিসমাস' এবং সালমান খানের বিপরীতে 'টাইগার ৩' ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা