শোয়েব-সানিয়ার বিচ্ছেদের নেপথ্যে পাকিস্তানি অভিনেত্রী? কে এই আয়েশা ওমর?
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই তারকা জুটির দীর্ঘদিনের সংসার কেন ভাঙতে চলেছে এবং এই মুহূর্তে তাদের সম্পর্ক কোন পর্যায়ে আছে তা জানার কৌতূহল অনেকেরই। তবে এরই মধ্যে দুজনের সম্পর্কে তৃতীয় পক্ষের আগমন ঘটেছে বলে বিশ্বাস অনেকের। তারই জের ধরে উঠে এসেছে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমরের নাম।
একাধিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে, সানিয়া-শোয়েবের বিচ্ছেদ ইতোমধ্যেই হয়ে গেছে, এখন শুধু কাগজে কলমে সই করা বাকি। সেই সাথে এই বিচ্ছেদের পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে আয়েশা ওমরের সাথে শোয়েবের ঘনিষ্ঠতা। কিন্তু কে এই আয়েশা ওমর? তার সঙ্গে শোয়েব মালিকের পরিচয়ই বা হলো কি করে?
আয়েশা ওমর একজন খ্যাতনামা পাকিস্তানি অভিনেত্রী ও ইউটিউবার। নিজ দেশে তাকে একজন উল্লেখযোগ্য স্টাইল আইকন মানা হয় এবং তিনি পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন।
২০২১ সালে শোয়েব মালিকের সাথে একটি সাহসী ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন আয়েশা ওমর। সেসময় এক সাক্ষাৎকারে আয়েশার অনেক প্রশংসাও করেছিলেন শোয়েব। ফটোশ্যুটে আয়েশা তাকে অনেক সাহায্য করেছেন-এমনটাই ছিল সাবেক ক্রিকেটারের ভাষ্য। বছরখানেক আগের সেই ফটোশ্যুটের সূত্রেই আয়েশার সাথে শোয়েবের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে গণমাধ্যমগুলোর দাবি।
২০১৫ সালে রোমান্টিক-কমেডি ঘরানার ছবি 'করাচি সে লাহোর'-এ অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে আয়েশা ওমরের। এরপর তিনি অভিনয় করেন যুদ্ধভিত্তিক সিনেমা ইয়ালগার (২০১৭) ও 'কাফ কঙ্গনা' (২০১৯) নাটকে।
তবে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের জগতেও বিচরণ করেছেন আয়েশা। ২০১২ সালে 'চলতে চলতে' ও 'খামোশি' নামের দুটি গানের অ্যালবাম মুক্তি পায় তার। 'খামোশি' অ্যালবামের জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যালবাম জিতেছিলেন। এরপর ২০১৩ সালে 'গিম্মি গিম্মি' নামে তৃতীয় অ্যালবাম মুক্তি পায় তার।
আয়েশা ওমর একজন জনপ্রিয় উপস্থাপিকা ও ইউটিউবার। সিএনবিসি পাকিস্তান এর মর্নিং শো 'ইয়ে ওয়াক্ত হ্যায় মেরা' উপস্থাপনার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান এই অভিনেত্রী। এছাড়াও, নিজের ইউটিউব চ্যানেলে নানা ধরনের কন্টেন্ট আপলোডের মাধ্যমেও সক্রিয় আছেন তিনি।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া