আলঝেইমারস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ক্রিস হেমসওয়ার্থ, বিরতি নিচ্ছেন অভিনয় থেকে
বংশগত কারণে শরীরে আলঝেইমারস রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। ৩৯ বছর বয়সী 'থর' তারকা বলেছেন, ডিজনি প্লাসের ডকুমেন্টারি সিরিজ 'লিমিটলেস' এর অংশ হিসেবে একটি পরীক্ষা করানোর পর তার শরীরে এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ধরা পড়েছে।
পরীক্ষা করার ফলেই অভিনেতার সবচেয়ে বড় ভয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, মা-বাবার সূত্রে এপিওইফোর জিনের দুটি কপি এসেছে তার শরীরে। ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিম হেমসওয়ার্থ বলেন, তিনি পৃথিবীর সেই ২-৩ শতাংশ মানুষের মধ্যে একজন, যারা এই জিন না থাকা ব্যক্তিদের চেয়ে দশ গুণ বেশি আলঝেইমারসের ঝুঁকি বহন করছেন।
সাক্ষাৎকারে ক্রিস বলেন, হঠাৎ করেই এই ঝুঁকির বিষয়টি জানতে পেরে তিনি বেশ হকচকিয়ে গেছেন এবং অভিনয় থেকে বিরতি নিতে বাধ্য হচ্ছেন। তবে ডকুসিরিজের কাজ তিনি চালিয়ে যাবেন। এই শো'তে দেখা যাবে, ক্রিস নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করিয়েছেন এবং দীর্ঘায়ু অর্জনের ও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার উপায় খুঁজছেন।
"আপনি যদি আলঝেইমারস রোগের প্রতিরোধ ব্যবস্থার দিকে তাকান, তাহলে দেখবেন এটি আপনার বাকি জীবনের উপরেও প্রভাব ফেলবে। পর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা কমানো, পুষ্টি গ্রহণ, চলাফেরা-ফিটনেস সবকিছুর দিকেই মনোযোগ দিতে হবে। আর এই নিয়ম মেনে চলায় ধারাবাহিকতাও বজায় রাখতে হবে", বলেন ক্রিস হেমসওয়ার্থ।
'থর' অভিনেতা জানিয়েছেন, ডকুমেন্টারি সিরিজটির নির্মাতা ড্যারেন অ্যারনফস্কি এবং শো এর একজন ডাক্তার পিটার আটিয়া নিজেদের মধ্যে আলোচনা করেছেন কিভাবে রোগ নির্ণয়ের বিষয়টি দেখানো হবে। প্রাথমিক পরিকল্পনা ছিল যে, ক্রিস হেমসওয়ার্থের সব জেনেটিক পরীক্ষার ফলাফল ক্যামেরার সামনে সরাসরি দেখানো হবে- কিন্তু ফলাফল হাতে আসার পর অ্যারনফস্কি ব্যক্তিগতভাবেই তাকে এ বিষয়টি জানান।
শো-এর যে বিষয়গুলোর সাথে আলঝেইমারসের সংযোগ রয়েছে, সেগুলো ডিলিট করে দেওয়ার সুযোগ ছিল ক্রিসের। কিন্তু অভিনেতা মনে করেন, তার জেনেটিক প্রবণতার কারণেই যে তার স্নায়বিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে তা দেখানো প্রয়োজন। তিনি চান, দর্শকরা তার বিষয়টি দেখে নিজেরা সচেতন হোক এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করুক।
"আমি আমার সমস্যাটিকে রঙ চড়িয়ে দেখাতে চাইনি বা নাটকীয় করে তুলতেও চাইনি। লোকের কাছ থেকে সমানুভূতি পাওয়ার জন্যে বা বিনোদনের জন্যও কাজটা করিনি", বলেন ক্রিস।
ভ্যানিটি ফেয়ারকে ক্রিস আরও জানান যে তার দাদা বর্তমানে আলঝেইমারসে ভুগছেন।
জর্জ মিলারের আসন্ন ম্যাড ম্যাক্স চলচ্চিত্র 'ফিউরিওসা'য় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ। ছবিটির শ্যুটিং শেষ হয়েছে এ মাসেই। 'লিমিটলেস' এর প্রচারণার ভ্রমণের পালা শেষেই অভিনয় থেকে বিরতি নেবেন তিনি। অস্ট্রেলিয়ার বায়রন বে শহরে নিজের জীবনসঙ্গী ও তিন ছেলেমেয়ের সঙ্গে ছুটি কাটাবেন তিনি।
"আমি বাড়িতে যাব কিছুদিন সুন্দর সময় কাটাতে। আমার স্ত্রী-সন্তানদের সঙ্গে থাকতে।"
সূত্র: দ্য গার্ডিয়ান