সিনেমায় অভিষেকেই আলোচিত নবীন অভিনেত্রী রোদেলা টাপুর
জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও নাট্য নির্মাতা সতীর্থ রহমান রুবেল দম্পতির দুই মেয়ে টাপুর ও টুপুর। সংস্কৃতিমনা পরিবারের সদস্য হওয়ায় অল্প বয়স থেকেই বিনোদন জগতে কাজ করছেন। বাবা মায়ের সমর্থন এবং নিজেদের ইচ্ছায় ওরা দুই বোনই এখন অভিনয় জগতের পরিচিতমুখ। তার মধ্যে টাপুরের জন্য বর্তমান সময়টা বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ মাত্র ১৬ বছর বয়সেই রোদেলা টাপুর চিত্রনায়িকা অভিষিক্ত হতে যাচ্ছেন। আগামী ১১ নভেম্বর মুক্তি পাবে রোদেলার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'দেশান্তর'।
ছবিটি পরিচালনা করেছেন আশুতোষ সুজন। সরকারী অনুদানে নির্মিত এই সিনেমা কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে তৈরী হয়েছে। সিনেমায় দেখানো হবে, বাল্যবিয়ের শিকার হওয়া টাপুরকে শ্বশুরবাড়িতে গিয়ে নতুন এক জীবনে অভ্যস্ত হতে হয়। অল্প বয়সেই এ ধরনের একটি কঠিন চরিত্রে অভিনয় করার কারণে এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একাধিক সদস্য তাকে নিয়ে প্রশংসা করেছেন।বাংলাদেশের গণমাধ্যমেও তাকে নিয়ে ইতিবাচক সংবাদ পরিবেশন করছে।
তবে টাপুর তার অভিনয় নিয়ে বললেন নতুন এক অভিজ্ঞতার কথা। এখন তিনি অবস্থান করছেন ভারতের দার্জিলিংয়ে। সেখান থেকে তিনি টিবিএসকে বলেন, "সিনেমাটিতে যখন অভিনয় করার জন্য প্রস্তাব পাই, তখন খুব ভয় পেয়েছিলাম। কার দেশভাগের মতো কঠিন সময়ের একটি গল্প আর নেত্রকোনার আঞ্চলিক ভাষায় নির্মিত হচ্ছে, যা আমার জন্য খুবই কঠিন কাজ মনে হয়েছিল। তবে পরিচালক থেকে শুরু করে সবাই বিশেষ করে আমার বাবা মা আমাকে উৎসাহ দিয়ে কাজটি করতে সহযোগিতা করেছেন।"
এখনও স্কুলের গন্ডিই পার করেননি টাপুর। তাই নতুন এই বিষয়গুলোর কিভাবে আত্মস্থ করবেন তা নিয়েও অস্থিরতায় থাকেন। তবে বরাবরের মতোই এবারও মা-বাবাকে পাশে পেয়েছেন তিনি। শুটিংয়ের সময় ছায়ায় মতো টাপুরকে সঙ্গ দেন তারা।
নিজের অভিনয় প্রসঙ্গে রোদেলা টাপুর বলেন, "কেমন অভিনয় করেছি তা সিনেমাটি মুক্তি পেলে বোঝা যাবে। হয়ত সেই সময়টায় দেশে থাকতে পারব না। কারণ আমি পড়ালেখার কারনে দেশের বাইরে আছি।' টাপুর ছোটবেলা থেকেই ভারতের দার্জিলিংয়ের কালিম্পংয়ে ডা. গ্রাহামস হোমসে পড়ালেখা করছেন। সেখান থেকেই আগামী মার্চে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নেবেন।
মাত্র ৭ বছর বয়সে প্রথম অভিনয় শুরু করেন টাপুর। বাবা সতীর্থ রহমান রুবেলের পরিচালনায় 'খোলস' নামের একটি একক নাটক দিয়েই তার অভিনয়ে অভিষেক ঘটে। যদিও তার আগেই আফসানা মিমির পরিচালনায় টাপুরের অভিনয়ে নামার সুযোগ এসেছিল, কিন্তু তিনি পণ করেছিলেন বাবার পরিচালনাতেই অভিনয় শুরু করবেন। এরপর মাতিয়া বানু শুকু, চয়নিকা চৌধুরীদের নাটকে অভিনয় করে পরিচিতি পান তিনি।
নাটক ছাড়াও টিভি বিজ্ঞাপনে অভিনয় করে আলোচনায় জায়গা করে নেন টাপুর। বর্তমানে নতুন তিনটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই নবীন অভিনেত্রী। পড়াশোনার ব্যস্ততার কারণে আগামী মার্চ পর্যন্ত কোনো অভিনয় করবেন না রোদেলা টাপুর। তবে পরীক্ষার পর পুরোদমে অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।