তারকাদের অতিরিক্ত পারিশ্রমিক নেওয়াই ছবি ফ্লপ হওয়ার পেছনে দায়ী: নওয়াজউদ্দিন সিদ্দিকী
বর্তমানে বলিউড তারকাদের অনেকেই তাদের অভিনীত সিনেমার জন্য মোটা অংকের টাকা পারিশ্রমিক দাবি করেন। কিন্তু সব ক্ষেত্রেই যে সিনেমা সফল হয় তা নয়, অনেক সময় অভিনেতাদের পারিশ্রমিক দেওয়ার টাকাও লাভ হিসেবে ওঠাতে ব্যর্থ হয় ছবি। সম্প্রতি একটা সাক্ষাৎকারে সেসব অভিনেতাদের তীব্র সমালোচনা করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। 'সেক্রেড গেমস' তারকা মনে করেন, এ ধরনের অভিনেতারাই বলিউডের ক্ষতি করছেন।
অভিনেতাদের সেই সমস্ত অভিনেতাদের কথা বললেন যারা অনেক অনেক টাকা পারিশ্রমিক নেন এবং যার কারণে ছবির বাজেট বেড়ে যায়। আর শেষে গিয়ে ছবির লভ্যাংশ কমে যায়।
সিনেমায় শিল্প এবং ব্যবসার মধ্যে যে টানাপোড়েন চলছে সমানে, তা নিয়ে কথা বলেছেন। সাম্প্রতিককালে কিভাবে বেশকিছু ছবি 'ফ্লপ' হয়েছে শুধুমাত্র অভিনেতাদের বেশি পারিশ্রমিক নেওয়ার কারণে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
যদিও বলিউডের কোন তারকা কত টাকা পারিশ্রমিক নেন সেটা জানা যায়নি, তবুও কানাঘুষোয় শোনা যায়, বলিপাড়ার তিন 'খান' নাকি একেকটি ছবির জন্য ১০০ কোটি রূপিরও বেশি পারিশ্রমিক নেন।
ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন বলেন, "বক্স অফিস নম্বর দেখা প্রযোজকদের কাজ। কত টাকার টিকিট বিক্রি হলো তা নিয়ে একজন অভিনেতার কোনো মাথাব্যথাই থাকা উচিত না। একজন অভিনেতা কেন বক্স অফিস নিয়ে কথা বলবেন? যে তারকারা প্রতি ছবিতে ১০০ কোটির টাকার উপর পারিশ্রমিক নেন, তারা আদতে বলিউডের ক্ষতি করছেন। একটি কম বাজেট বা মোটামুটি বাজেটের ছবি কিন্তু কখনোই বক্স অফিসে ফ্লপ করে না। যেই মুহুর্তে একটা ছবির বাজেট আকাশছোঁয়া হয়ে যায়, অমনি সেই ছবি বক্স অফিসে গিয়ে মুখ থুবড়ে পড়ে। অভিনেতা, গল্প কথকরা কিন্তু ফ্লপ করেন না। ছবির বাজেটের কারণে সেটা ফ্লপ করে।"
তিনি আরো বলেন, "ভালো আইডিয়া, প্যাশনের দিকে টাকা ধেয়ে যাবেই, এটা ঐতিহাসিক সত্য। আমার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু আমি যদি ভাবতে না পারি, আমার যদি ভালো আইডিয়া না থাকে তাহলে সেই টাকার কিন্তু কোনো দাম থাকে না। একজন ব্যক্তির কাছে যদি ভালো স্ক্রিপ্ট থাকে, এই ইন্ডাস্ট্রিতে তাহলে প্রযোজকরা সেই স্ক্রিপ্ট পাওয়ার জন্য তার কাছে যাবেনই। ফলে যারা ভালো ভালো আইডিয়া নিয়ে আসছেন আমাদের উচিত তাদের উৎসাহ দেওয়া।"
চলতি বছরের শুরুর দিকে 'হিরোপান্তি ২' ছবিটি বক্স অফিসে মুক্তি পেয়েছিল। সেই ছবিতেই শেষবার নওয়াজউদ্দিন সিদ্দিকীকে দেখা গিয়েছিল। আগামীতে 'টিকু ওয়েডস শেরু' ছবিতে তাকে দেখা যাবে। এছাড়া অভিনেতার হাতে আরও ৫টি ছবি রয়েছে যেগুলো আগামী বছর মুক্তি পেতে চলেছে।