বিশ্বকাপের মাঠে শাহরুখ, শ্বাসরুদ্ধকর ফাইনালে আনন্দে আত্মহারা
কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ৩৬ বছর পর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর শ্বাসরুদ্ধকর এ ম্যাচটি কাতারের লুসাই স্টেডিয়ামে বসেই উপভোগ করেছেন বলিউড কিং খ্যাত শাহরুখ খান। খেলা শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে বিশ্বকাপ নিয়ে এবং বিশেষ করে মেসিকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
বিশ্বকাপ ফাইনাল দেখার উদ্দেশ্য কিছুদিন আগেই কাতার পৌঁছেছিলেন বলিউড বাদশা শাহরুখ। ফাইনালের পূর্বেই শাহরুখ আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেছিলেন। তবে ফাইনালে মাঠে বসে ফ্রান্সের তারকা ফুটবলার এমবাপ্পের খেলাও উপভোগ করতে চান বলে তিনি জানিয়েছিলেন। অবশেষে ইংল্যান্ড কিংবদন্তি ফুটবলার ওয়েন রুনির সাথে মাঠে বসেই ইতিহাসের সাক্ষী হয়েছেন শাহরুখ।
খেলা শেষে শাহরুখ ফ্রান্স বনাম আর্জেন্টিনার এ ম্যাচটিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল ম্যাচ বলে অভিহিত করেছেন; খেলাটি দেখতে পারায় নিজেকে দাবি করেছেন সৌভাগ্যবান হিসেবে। এছাড়াও বিশ্বকাপ নিয়ে শৈশবে নিজের স্মৃতির কথা উল্লেখ করতে যেয়ে শাহরুখ বলেন, "আমার স্পষ্ট মনে আছে আমি শৈশবে আমার মায়ের সাথে ছোট্ট টিভিতে বসে বিশ্বকাপ দেখতাম। এখনও যখন আমার ছেলেমেয়েদের সঙ্গে বসে খেলা দেখি, সেই একই উত্তেজনা টের পাই।"
ফাইনালের পর পুরো বিশ্ব যখন মেসি ম্যাজিকে বিমোহিত তখন শাহরুখ নিজেও মেসি বন্দনা করতে ভোলেননি। ফেসবুকে মেসিকে উদ্দেশ্য করে শাহরুখ লিখেছেন, "ধন্যবাদ, আমাদের প্রতিভায় বিশ্বাসী করে তোলার জন্য। কঠোর পরিশ্রম করলে যে স্বপ্ন সফল হয়, তা আরও এক বার মনে করিয়ে দেওয়ার জন্য।"
ম্যাচটিকে শাহরুখ যে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ বলেছে তার যথেষ্ট যৌক্তিকতাও আছে। কেননা এত রোমাঞ্চকর, এত নাটকীয় বিশ্বকাপ ফাইনাল বিশ্ব শেষ কবে দেখেছে তা বলা কঠিন। প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল করার পর অনেকে ভেবেই নিয়েছিল শিরোপা আর্জেন্টিনার ঘরেই যাচ্ছে। তবে দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে এমবাপ্পে প্রথম ও ঠিক ৯৭ সেকেন্ড পর দ্বিতীয় গোল করে সমতায় ফিরে সবাইকে চমকে দেয় ফ্রান্স। নাটকের এখানেই শেষ নয়; এরপর অতিরিক্ত ৩০ মিনিটের শেষ ১৫ মিনিটেও একটি করে গোল করেছে দুই দল; ৩-৩ সমতায় খেলা গড়িয়েছে পেনাল্টি শুটআউটে। সবশেষে পেনাল্টিতে দারুণ ফর্মে থাকা এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত দুই পেনাল্টি সেভে বহু আকাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে আলবিসেলেস্তারা।
খেলাধুলার প্রতি শাহরুখের ভালোবাসা বহু পুরনো। বিশেষ করে ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লীগ আইপিএলের অন্যতম জনপ্রিয় দল কোলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। এছাড়া খেলাধুলা সম্পর্কিত নানা ইভেন্টে শাহরুখের অংশগ্রহণ লক্ষণীয় যার সর্বশেষ সংযোজন ফিফা বিশ্বকাপের ফাইনাল।
সূত্র: আনন্দবাজার পত্রিকা