এক ঘণ্টায় ২৬ লাখ মানুষ দেখল ‘পাঠান’-এর ট্রেলার
আক্ষরিক অর্থেই 'বনবাস' কাটিয়ে ফিরছেন 'পাঠান' শাহরুখ খান। চার বছর এক মাস চার দিন পর রূপালি পর্দায় কামব্যাক করছেন বলিউড বাদশা! 'পাঠান' নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে।
'জিরো'র ব্যর্থতা তুড়ি মেরে উড়িয়ে ফের স্বমহিমায় ফিরবেন কিং খান, প্রার্থনা শাহরুখ-প্রেমীদের। আর 'পাঠান' নিয়ে দর্শকদের উত্তেজনা ঠিক কোন পর্যায় তা বলে দিল ছবির ট্রেলার। মঙ্গলবার সকালে মুক্তি পেয়েছে শাহরুখ খানের এই ছবির ট্রেলার। আর শুরুতেই বাজিমাত করলেন এসআরকে। মাত্র এক ঘণ্টায় এই ছবির ট্রেলারের ভিউ সংখ্যা ২৬ লাখ পার করে। মিনিটে মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা।
অ্যাকশনে ভরপুর এই ছবিতে শাহরুখ ছাড়াও লিড রোলে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রহাম। ছবি পরিচালনায় 'ওয়ার' খ্যাত সিদ্ধার্থ আনন্দ। আড়াই মিনিটের এই ট্রেলার জুড়ে একের পর এক মারকাটারি অ্যাকশন এবং সংলাপ।
গত কয়েকদিন ধরে 'বিকিনি বিতর্কে' জেরবার শাহরুখ খান ও দীপিকা পাডুকোন। থিয়েটারে ভাঙচুর, বিক্ষোভ থেকে রাস্তায় শাহরুখ-দীপিকার কুশপুত্তলিকা পোড়ানো সবই চলেছে। কিন্তু তাতে কিছু যায় আসে না শাহরুখ ভক্তদের।
ছবির ট্রেলার দেখে হলিউড ছবির সঙ্গেও তুলনা টানছেন অনেক শাহরুখ ভক্ত। অনেকেরই শাহরুখকে দেখে মনে পড়ছে 'মিশন ইম্পসিবল'-এর টম ক্রুজের কথা।
শাহরুখ ভক্তরা বলছেন, 'ব্লকবাস্টার ছবি হতে চলেছে পাঠান'।
প্রথম দিন নিঃসন্দেহে পাঠান-এর কালেকশন থাকবে ৫০ কোটির আশেপাশে, অনুমান বক্স অফিস বিশেষজ্ঞদের। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে যশ রাজ ফিল্মসের এই ছবি।