‘পাঠান’ সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছেন আমির খানের বোন!
'পাঠান' মুক্তির পর চমক হিসেবে পর্দায় শাহরুখের পাশে সালমান খানকে দেখে বলিউড ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। তবে শুধু সালমান খানই নয়, এ সিনেমায় অভিনয় করেছেন আমির খানের পরিবারের একজন সদস্যও! সিনেমাটিতে আফগান নারীর ভূমিকায় দেখা গেছে আমির খানের বোন নিখাত খানকে। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
সিনেমায় 'পাঠান' চরিত্রে অভিনয় করা শাহরুখ একজন অনাথ। নিজের বাবা-মায়ের পরিচয় জানা নেই তার। তবে তার একটি 'পাঠান' পরিবার রয়েছে। সিনেমায় সুদূর আফগানিস্তানে থাকা সেই 'পাঠান' পরিবার এবং এক পাঠান মায়ের সঙ্গে পর্দায় আলাপ করিয়েছেন শাহরুখ।
সিনেমাতে দেখা গেছে, আফগানিস্তানে ভারতীয় সেনাবাহিনীর হয়ে একটি অপারেশন চালানোর সময়ই ঐ পাঠান পরিবারের সঙ্গে পরিচয় হয়েছিল তার। ঘটনাক্রমে জঙ্গিদের থেকে কিছু 'পাঠান' শিশুর প্রাণ বাঁচাতে গিয়ে নিজেই কোমায় চলে গিয়েছিলেন। তখন ওই 'পাঠান' মা আর সেই পরিবারই তাকে সুস্থ করে তোলেন। তখন থেকে তিনি তাদের পরিবার মনে করেন।
সিনেমার পর্দায় শাহরুখের এই 'পাঠান' মা হচ্ছেন নিখাত খান হেগড়ে। যিনি কি-না বাস্তবে আমির খানের নিজের বোন। হ্যাঁ, নিখাতের তিন ভাই। ফারহাত খান, আমির খান এবং ফয়জল খান। ছবিতে পাঠান শাহরুখের সঙ্গে নিখাত খানের আবেগঘন কিছু মুহূর্ত ও কথাবার্তা রয়েছে। নিখাত খান নিজেই সিনেমায় তার কিছু ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
গত বছর, 'স্টার প্লাস শো, 'বান্নি চৌ হোম ডেলিভারি' এ অভিনয় করে টেলিপর্দায় আত্মপ্রকাশ করেন নিখাত খান। এছাড়াও 'মিশন মঙ্গল', 'তানহাজি- দ্য আনসাং ওয়ারিয়র' এবং 'সান্ড কি আঁখ'-এর মতো বলিউড ছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে 'লাগান', 'হাম হ্যায় রাহি পেয়ার কে', এবং 'তুম মেরে হো' এর মতো সিনেমায় প্রযোজনা করেছেন আমিরের বোন নিখাত।
শাহরুখ-সালমানকে একাধিকবার সিনেমার পর্দায় দেখা গেলেও শাহরুখ-আমিরকে একসঙ্গে কখনও সিনেমায় দেখা যায়নি। এ নিয়ে ভক্তদের আক্ষেপের শেষ নেই! পাঠান সিনেমায় আমির খানের বোনের এ অভিনয় হয়তো কিছুটা হলেও বলিউড ভক্তদের আক্ষেপ ঘোচালো।
গত বুধবার মুক্তি পাওয়া এ সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের মত তারকা অভিনেতাদের। একইসাথে সিনেমায় অ্যাকশন দৃশ্যে শাহরুখের সঙ্গী হয়ে ক্যামিও করেছেন 'টাইগার' সালমান।
অন্যদিকে হাজারো বিতর্ক উপেক্ষা করে শাহরুখ অভিনীত 'পাঠান' সিনেমা মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ৫০ কোটি রুপিরও বেশি আয় করে রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষে শুধু ভারতেই এ সিনেমার আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। প্রায় চার বছর পর বড় পর্দায় শাহরুখের এ রাজকীয় প্রত্যাবর্তনে দর্শকদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে 'বাদশা ইজ ব্যাক'!