সিনেমায় সবসময় অ্যাকশন হিরো হতে চাইতাম: শাহরুখ খান
গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে 'পাঠান' মুক্তির পর বক্স অফিসে ভাঙছে একের পর এক রেকর্ড। মুক্তির মাত্র পাঁচ দিনেই সিনেমাটি আয় করেছে প্রায় ৫০০ কোটি রুপি! আর সিনেমার এ বিরাট সাফল্যের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন শাহরুখ-দীপিকা-জন। অ্যাকশনধর্মী এ সিনেমাটি নিয়ে আলোচনার এক পর্যায়ে শাহরুখ জানান, সিনেমায় সবসময় অ্যাকশন হিরো হতে চাইতেন 'বলিউডের বাদশা' খ্যাত এ অভিনেতা।
বলিউডে সাধারণত সকল সিনেমার মুক্তির আগেই ব্যাপক প্রচারণা চালানো হয়। কিন্তু ব্যতিক্রম শাহরুখের 'পাঠান'। এ সিনেমাটি মুক্তির আগে পরিচালক সিদ্ধার্থ আনান্দ জানান যে, 'পাঠান' মুক্তির পরেই এর প্রমোশনাল কার্যক্রম শুরু হবে। অবশেষে মুক্তির পর ইতিমধ্যেই ব্লকবাস্টার বনে যাওয়া সিনেমাটি নিয়ে আয়োজিত এ প্রথম প্রেস কনফারেন্সে শাহরুখ মন খুলে কথা বলেছেন।
বলিউডের অ্যাকশন হিরো হিসেবে জন আব্রাহামের বহু আগে থেকেই সুখ্যাতি রয়েছে। তবে প্রেস কনফারেন্সে খোদ জন আব্রাহামই বলেন যে, "আমি নিজেকে একজন অ্যাকশন হিরো মনে করতাম। কিন্তু 'পাঠান' সিনেমার পর আমি মনে করি যে, শাহরুখই 'নাম্বার ওয়ান' অ্যাকশন হিরো।"
প্রেস কনফারেন্সটি বলিউডের 'কিং খান' খ্যাত শাহরুখের বাসভবন 'মান্নাত' এর একদম কাছাকাছি তাজ ল্যান্ডনস হোটেলে আয়োজিত হয়েছিল। আলোচনায় এক পর্যায়ে শাহরুখ বলেন, "আমি সবসময় অ্যাকশন হিরো হতে চাইতাম। কিন্তু প্রযোজক আদিত্য চোপড়া আইডিয়াটি বাস্তবায়ন করতে বিলম্ব করছিল।"
শাহরুখ আরও বলেন, "যখন আমরা 'ডার' সিনেমার শুটিং করছিলাম, তখন আদিত্য আমাকে একটি গল্প বলেন যেখানে আমি একজন অ্যাকশন হিরো। তখন নিজেকে অ্যাকশন হিরোর রোলে চিন্তা করে আমি আনন্দিত হয়েছিলাম। কিন্তু 'ডার' সিনেমা শেষের পরে তিনি আমাকে 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' সিনেমার গল্প শোনালো। আমি তখন কনফিউজ হয়ে গেলাম যে, এখানে অ্যাকশন কোথায়!"
কনফারেন্সে আলাপচারিতার এক পর্যায়ে এক ভক্ত চিৎকার করে বলেন যে, "বলিউড ও শাহরুখ খান আবার ফিরে এসেছে।" তখন জন আব্রাহাম ভক্তের এ কথার পাল্টা জবাব হিসেবে বলেন, "আমি আপনাকে একটু সংশোধন করে দেই। শাহরুখ ফিরে এসেছে, বিষয়টি এমন নয়। বরং তিনি কিছুদিনের জন্য একটু ব্রেক নিয়েছিল।"
অ্যাকশন হিরো চরিত্রে অভিনয় করার বিষয়ে শাহরুখ বলেন, "চার বছর আগে আদিত্য আমার কাছে আবারও একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রস্তাব নিয়ে আসলেও পরবর্তীতে তা আর বাস্তবায়ন করেননি। অবশেষে যখন 'পাঠান' সিনেমার গল্প শুনেছিলাম, ভাবছিলাম তিনি হয়তো মিথ্যা বলছেন। আমি আদিত্যকে ধন্যবাদ জানাই যে, তিনি শেষ পর্যন্ত তার কথা রেখেছেন। আশা করি আদি এখন থেকে আমাকে দিয়ে অ্যাকশনধর্মী আরও সিনেমা করাবেন।"
'বেশারাম রং' গান নিয়ে বিতর্কে সিনেমাটি মুক্তির আগে অনেকটা ঝামেলা পোহাতে হয়েছিল। তবে সব সমালোচনায় জবাব বক্স অফিসেই দিয়েছেন শাহরুখ। প্রায় চার বছর পর বড় পর্দায় শাহরুখের এ রাজকীয় প্রত্যাবর্তনে দর্শকদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে 'বাদশা ইজ ব্যাক'!
সূত্র: রেডিফডটকম